এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের টিকিটে রাজ্যসভায় প্রশান্ত কিশোর? বাড়ছে জল্পনা

তৃণমূলের টিকিটে রাজ্যসভায় প্রশান্ত কিশোর? বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, বিজেপি দুই অংক পেরোতে পারবে না। আর যেমন চ্যালেঞ্জ করেছিলেন প্রশান্ত কিশোর, ঠিক তেমন ফলাফল হয়েছে বাংলার বিধানসভা নির্বাচনে 200 আসন নিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত প্রশান্ত কিশোর যেমন নিজের মুখ রক্ষা করেছেন, ঠিক তেমনই তৃণমূল কংগ্রেসের দায়িত্ব নিয়ে দেখিয়ে দিয়েছেন, তিনি যা বলেন, তা করে দেখান। তবে বিধানসভা নির্বাচন সম্পন্ন হতে না হতেই এবার রাজ্যসভার শূন্য আসন নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের অন্দরে।

জানা গেছে, এই মুহূর্তে একটি আসন শূন্য রয়েছে এবং আরও একটি শূন্য আসন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই পরিস্থিতিতে এই দুই আসনের মধ্যে একটিতে তৃণমূলের টিকিটে রাজ্যসভায় যেতে পারেন তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোর। ইতিমধ্যেই যা নিয়ে ঘাসফুল শিবিরের অন্দরে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে।

বলা বাহুল্য, বিধানসভা নির্বাচনের আগে দীনেশ ত্রিবেদী পদত্যাগ করে বিজেপিতে যোগ দেন। যার কারণে রাজ্যসভায় একটি আসন শূন্য রয়েছে। পাশাপাশি রাজ্যসভার সাংসদ মানস ভুঁইয়া বিধানসভায় নির্বাচিত হওয়ার কারণে তৃণমূলের আরও একটি রাজ্যসভার আসন শূন্য হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে রাজ্যসভায় দুটি আসন পূর্ণ করতে হবে ঘাসফুল শিবিরকে। আর এই অবস্থায় একটি আসনে তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা বিধানসভা নির্বাচনে তৃণমূলের সাফল্যের মুখ দেখিয়ে দেওয়া প্রশান্ত কিশোরকে টিকিট দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই বিধানসভা ভোটে তৃণমূলকে সাফল্য পাইয়ে দিয়ে ভোটকৌশলী হিসেবে ইতি টানার কথা ঘোষণা করে প্রশান্ত কিশোরের তরফ থেকেও দলকে একটি বার্তা দেওয়া হয়েছে। অনেকে বলছেন, মতাদর্শের দিক থেকে কট্টর বিজেপি বিরোধী এই প্রশান্ত কিশোরের ইচ্ছা, সক্রিয় রাজনীতিতে আসা। তাই সবদিক বিচার করে এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে তৃণমূল প্রশান্ত কিশোরকে রাজ্যসভার সাংসদ করা হতে পারে।

এদিন এই প্রসঙ্গে তৃণমূলের এক নেতা বলেন, “সব দিক থেকেই দিল্লি দরবারে তরুণ প্রশান্ত কিশোর মমতার উপযুক্ত প্রতিনিধি।” বিশ্লেষকরা বলছেন, প্রশান্ত কিশোরকে টিকিট দিয়ে তৃণমূল এক ঢিলে দুই পাখি মারতে চাইছে। একদিকে ভবিষ্যতের কথা মাথায় রেখে যাতে দল আবার পরবর্তী নির্বাচনগুলোতে সাফল্য পায়, তার জন্য প্রশান্ত কিশোরকে নিজেদের দিকেই রাখতে চাইছে তারা। শুধু তাই নয়, বিজেপি বিরোধী প্রশান্ত কিশোরকে যদি তৃণমূল টিকিট দিয়ে রাজ্যসভায় পাঠাতে পারে, তাহলে সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির ওপর চাপ সৃষ্টি করতে অনেকটাই সক্ষম হবে তৃণমূল কংগ্রেস।

সেদিক থেকে বাংলা দখলের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন টার্গেট, সর্বভারতীয় ক্ষেত্রে বিস্তার লাভ করা। তাই প্রশান্ত কিশোরকে রাজ্যসভায় পাঠিয়ে তৃণমূল জাতীয় ক্ষেত্রে নিজেদের বিস্তৃতি আরও বাড়িয়ে দিতে চাইছে বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সত্যি সত্যিই রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে কাজ করা প্রশান্ত কিশোর এবার সরাসরি তৃণমূল সাংসদ হিসেবে রাজ্যসভায় যান কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!