এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের ত্রিপুরা তৎপরতার মাঝেই বড় সিদ্ধান্ত সুদীপের, নয়া ট্যুইটে বাড়ল জল্পনা!

তৃণমূলের ত্রিপুরা তৎপরতার মাঝেই বড় সিদ্ধান্ত সুদীপের, নয়া ট্যুইটে বাড়ল জল্পনা!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- একসময় তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকলেও, মুকুল রায় তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যুক্ত হওয়ার পরে তিনিও ত্রিপুরার মাটিতে তৃণমূলের সংগঠনকে ভেঙে দিয়ে যুক্ত হয়েছিলেন ভারতীয় জনতা পার্টির সঙ্গে। তবে বিজেপিতে যুক্ত হলেও, ত্রিপুরায় নানা সময়ে বিজেপির মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সঙ্গে সুদীপ রায় বর্মনের মতানৈক্য প্রকাশ্যে এসেছে। বর্তমান পরিস্থিতিতে তৃণমূল তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করার পর ত্রিপুরা সহ একাধিক রাজ্যে সংগঠন বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে শুরু করেছে। ইতিমধ্যেই ত্রিপুরাতে বিজেপিকে চাপে ফেলতে নিজেদের মতো করে আন্দোলন শুরু করেছে ঘাসফুল শিবির।

একইভাবে যে মুকুল রায়ের হাত ধরে একসময় তৃণমূল কংগ্রেসে যুক্ত হয়ে আবার সেই মুকুল রায়ের পথে হেটে বিজেপিতে যুক্ত হয়েছিলেন ত্রিপুরার সুদীপ রায় বর্মন, সেই মুকুল রায় তৃণমূল কংগ্রেসে ফিরে আসার পর থেকেই তার রাজনৈতিক গতিপথ নিয়ে জল্পনা তৈরি হয়। কি করবেন সুদীপবাবু, তা নিয়ে প্রশ্ন তৈরি হয় একাংশের মধ্যে। আর এই পরিস্থিতিতে বর্তমানে ত্রিপুরাতে বিজেপিকে চাপে ফেলতে যখন তৎপর তৃণমূল কংগ্রেস, ঠিক তখনই সেই সুদীপ রায় বর্মন সহ বিজেপির বিধায়কের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে জল্পনা। আর এই পরিস্থিতিতে নয়া টুইট করে সেই জল্পনাকে আরও বাড়িয়ে দিলেন বিজেপির সুদীপ রায় বর্মন।

সূত্রের খবর, এদিন একটি ট্যুইট করেন বিজেপির সুদীপ রায় বর্মন। যেখানে বিজেপি বিধায়ক হয়েও, মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নেতৃত্বাধীন বিজেপি সরকারকে অস্বস্তিতে ফেলে দেন তিনি। একাংশের মতে, সুদীপ রায় বর্মনের সঙ্গে যে বিপ্লব দেবের সম্পর্ক খুব একটা ভালো নয়, তা সকলেই জানেন। আর বর্তমান পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস যখন আইপ্যাকের কর্মীদের আটক করা নিয়ে বিপ্লব দেব এবং তার প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছে, তখন বিজেপি বিধায়ক হয়েও সেই বিপ্লব দেবের বিরুদ্ধে সরব হয়ে কার্যত তৃণমূলের হাতে বাড়তি হাতিয়ার তুলে দিলেন সুদীপ রায় বর্মন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে রাজ্য বিজেপির হেভিওয়েট নেতা তথা মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে মন্তব্য করে সুদীপবাবু বিতর্ক উস্কে দিলেও বিজেপি শীর্ষ নেতৃত্বের প্রতি নিজের আস্থা বজায় রেখেছেন তিনি। অর্থাৎ তিনি যে এখনই দল পরিবর্তন করছেন না বা সেইরকম কিছু ভাবেননি, তা বুঝিয়ে দিলেন সুদীপ রায় বর্মন। তবে বর্তমান মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সঙ্গে যে তার সংঘাত রয়েছে, তাও নিজের এই ট্যুইটের মধ্যে দিয়েই স্পষ্ট করে দিলেন সুদীপবাবু বলেই মনে করছেন একাংশ।

পর্যবেক্ষকরা বলছেন, ত্রিপুরায় বিপ্লব দেবের সরকার খুব চিন্তিত হয়ে পড়েছিল এই সুদীপ রায় বর্মন সহ একাধিক বিধায়কদের নিয়ে। তারা আবার তৃণমূল কংগ্রেসে ফিরে যেতে পারেন বলেই মনে করা হয়েছিল। তাই প্রথম থেকেই এই ব্যাপারে প্রস্তুতি নিয়ে যাতে সরকার কোনোমতেই ভেঙে না যায়, তার জন্য দফায় দফায় বৈঠক করতে দেখা গিয়েছিল বিজেপির শীর্ষ নেতৃত্বকে। তবে দলের প্রতি যে তাদের আস্থা রয়েছে, তা জানিয়ে দিলেন সুদীপ রায় বর্মন। কিন্তু বিপ্লব দেবের সরকার পরিচালনা নিয়ে যে তিনি খুব একটা সন্তুষ্ট নন, তাও নিজের এই ট্যুইটের মধ্যে দিয়ে স্পষ্ট করে দিলেন হেভিওয়েট এই বিজেপি বিধায়ক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সেদিক থেকে তার দলবদলের বিষয়টি আপাতত ধামাচাপা পড়ে গেলেও, বিপ্লব দেবের সঙ্গে তার যদি দ্বৈরথ বাড়তে থাকে, তাহলে ভবিষ্যতে যে তিনি বড় কোনো সিদ্ধান্ত নিতে পারেন, সেই ব্যাপারে নিশ্চিত একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সুদীপ রায় বর্মনের এই ট্যুইট বিপ্লব দেবের সরকারের অস্বস্তি বাড়িয়ে দেয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।‌

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!