তৃণমূলের ভোট লুটের চেষ্টা, বিজেপি প্রার্থী যেতেই প্রাণঘাতী হামলা! তৃণমূল নদীয়া-২৪ পরগনা বিজেপি রাজনীতি রাজ্য July 10, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বাগদা নিয়ে তৃণমূল কংগ্রেস এবার অত্যন্ত চাপে রয়েছে। উপনির্বাচনে শাসকের পক্ষে যতই রায় যাক না কেন, এই কেন্দ্রে যে বিজেপির জয় নিশ্চিত, তা বুঝে গিয়েছে শাসক দল। আর সেই কারণে সকাল থেকেই আজ বাগদা কেন্দ্রের বিভিন্ন জায়গায় উত্তেজনা তৈরি হচ্ছে। আর একটি এলাকায় তৃণমূলের বিরুদ্ধে ভোট লুটের খবর পেয়ে সেখানে পৌঁছে গিয়েছিলেন বিজেপি প্রার্থী। আর তারপর তার সঙ্গে যে ঘটনা ঘটলো, তা কার্যত গণতন্ত্রকে আবার চ্যালেঞ্জ জানানো হলো বলেই মনে করছেন একাংশ। সূত্রের খবর, এদিন বাগদা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গাটপুকুর মাদ্রাসা এলাকায় ভোট লুটের খবর আসতে শুরু করে। আর সেই খবর পেয়েই এলাকায় পৌঁছে যান বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস। আর তিনি পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গেই তৃণমূলের একটা অংশ তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে, বিজেপি প্রার্থীর গাড়িতে ইট, লাঠি দিয়ে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। স্বাভাবিকভাবেই একজন প্রার্থী তিনি তো যেখানে খুশি যেতে পারেন। তৃণমূল যদি অন্যায় না করে থাকবে, তাহলে বিজেপি প্রার্থী গেলে তাদের আপত্তি কোথায়? কেন তারা বিজেপি প্রার্থীর ওপর এই ধরনের প্রাণঘাতী হামলা করলো, তা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছে গেরুয়া শিবির। সব মিলিয়ে বাগদার এই ঘটনায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -