এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে বিতর্কিত অগ্নিমিত্রা, সমালোচনার ঝড় রাজ্যজুড়ে!

তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে বিতর্কিত অগ্নিমিত্রা, সমালোচনার ঝড় রাজ্যজুড়ে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  তৃণমূলের প্রিয় শব্দ কি! এই ব্যাপারে মন্তব্য করতে গিয়েই বিতর্কিত মন্তব্য করে বসলেন বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল। তৃণমূল সরকারের আমলে নারীরা নিরাপদ নয়, এই অভিযোগ বিজেপির দীর্ঘদিনের। আর সেই অভিযোগকে হাতিয়ার করেই বিভিন্ন সময়ে আন্দোলনে নামতে দেখা গেছে ভারতীয় জনতা পার্টির মহিলা সংগঠনকে। কিন্তু এবার শাসক শিবিরকে আক্রমণ করতে গিয়ে “ধর্ষণ করে দেব এটাই তৃণমূলের প্রিয় শব্দ” বলে যে মন্তব্য করলেন অগ্নিমিত্রা দেবী, তাতে রীতিমতো সমালোচনার ঝড় তৈরি হয়েছে রাজ্যজুড়ে। নারীদের সুরক্ষা নিয়ে সব সময় কথা বলা অগ্নিমিত্রা পালৈর মুখ থেকে এই রকম মন্তব্য শোভা পায় কি, তা নিয়ে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। যাকে কেন্দ্র করে ব্যাপক চাপে পড়ে গিয়েছে ভারতীয় জনতা পার্টি।

সূত্রের খবর, রবিবার পূর্ব বর্ধমানের কালনায় যান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। আর সেখানেই তাদের দলীয় কর্মীদের উপর যেভাবে অত্যাচার করা হচ্ছে, তা নিয়ে সরব হন তিনি। আর এরপরেই একটি বিতর্কিত মন্তব্য করে বসেন এই বিজেপি নেত্রী। সাংবাদিক দের মুখোমুখি হয়ে তৃনমূলকে আক্রমণ করতে গিয়ে তিনি বলেন, “বিজেপির মহিলা কর্মীরাই এখন তৃণমূলে টার্গেট।কোনো মহিলা বিজেপি করলে কিংবা জয় শ্রীরাম, ভারতমাতা কি জয় বললেই তাকে ধর্ষণ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। “ধর্ষণ করে দেব” এটাই এখন তৃণমূলের প্রিয় শব্দ হয়ে দাঁড়িয়েছে।” আর অগ্নিমিত্রা পালের মত অভিজ্ঞ নেত্রীর গলা থেকে এই রকম মন্তব্য সামনে আসার পরেই রীতিমতো ময়দানে নামতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস? তিনি এরকম মন্তব্য করলেন কি করে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে নানা মহলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই এই ব্যাপারে পদ্মফুল শিবিরকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে ঘাসফুল শিবির। এদিন এই প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র দেবু টুডু বলেন, “গোটা দেশবাসী জানেন, খুন-ধর্ষণের স্বর্গরাজ্য উত্তরপ্রদেশ। এই বাংলার মহিলারা সেটা জানেন বলেই ভোটে ওদের প্রত্যাখ্যান করেছেন। পরাজয়ের পর দিশেহারা হয়ে গিয়ে বিজেপির নেতা-নেত্রীরা এখন শুধু পাগলের প্রলাপ বকছেন।” একাংশ বলছেন, কথায় আছে, তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না কেন!

সেদিক থেকে অগ্নিমিত্রাদেবীর অভিযোগ যদি সত্যি হয়, তাহলে কেন তিনি এরকম মন্তব্য করে তৃণমূলকে কটাক্ষ করলেন? তৃণমূলের বিরুদ্ধে এই রকম মন্তব্য প্রয়োগ করে তিনি শাসক দলকে কতটা চাপে ফেললেন, তার চর্চা পরে হবে। তবে তার এই মন্তব্য নিয়ে যে রাজ্য রাজনীতিতে ঝড় উঠতে শুরু করেছে, তা বলাই যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, অগ্নিমিত্রা পালের মত হেভিওয়েট বিধায়কের এই ধরনের বিতর্কিত মন্তব্যকে সামাল দিতে বিজেপির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!