এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “তৃণমূলকে অভিনন্দন” মমতার চাপ বাড়িয়ে খোঁচা এই হেভিওয়েটের !

“তৃণমূলকে অভিনন্দন” মমতার চাপ বাড়িয়ে খোঁচা এই হেভিওয়েটের !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বাংলার বাইরে তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে ভালো ফলাফলের আশা করেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু যে ত্রিপুরাতে তারা ভালো ফলাফলের আশা করেছে, সেখানে কার্যত মুখ থুবড়ে পড়েছে ঘাসফুল শিবির । জানা গিয়েছে, ত্রিপুরার 28 টি বিধানসভা কেন্দ্রে লড়াই করেছিল তৃণমূল কংগ্রেস। যেখানে প্রায় 25 টিতে নোটার থেকেও কম ভোট পেয়েছে তারা । আর সেই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সুকৌশলে তৃণমূলকে খোঁচা দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার।

সূত্রের খবর, এদিন ত্রিপুরায় তৃণমূলের ফলাফল নিয়ে সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “আমি যতদূর জানি, ত্রিপুরাতে তৃণমূল 28 টি আসনে প্রার্থী দিয়েছিল। তার মধ্যে 25 টি আসনে তারা নোটার থেকেও কম ভোট পেয়েছে। সেই কারণে তাদের অভিনন্দন।” অর্থাৎ যে ত্রিপুরাতে তৃণমূল ভালো ফল করবে বলে দাবি করেছিল, সেই ত্রিপুরায় তাদের এই শোচনীয় পরাজয় নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিলেন সুকান্ত মজুমদার। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!