এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলকে জেতাতে সাহায্য করেছে সিপিএম, হাটে হাড়ি ভাঙলেন শুভেন্দু!

তৃণমূলকে জেতাতে সাহায্য করেছে সিপিএম, হাটে হাড়ি ভাঙলেন শুভেন্দু!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বারবার তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সিপিএম এবং বিজেপি নাকি এক হয়ে লড়াই করছে। কিন্তু এবারের লোকসভা নির্বাচনে সিপিএম প্রত্যেকটি আসনে প্রার্থী দিলেও জিততে পারেনি। কার্যত শূন্য অবস্থাতেই রয়েছে তারা। তবে তৃণমূল অনেক আসন বাড়িয়ে নিয়েছে‌ ২০১৯ এর লোকসভা নির্বাচনের থেকে। আর এই পরিস্থিতিতে এবার সিপিএমের কারণেই যে তৃণমূল অনেক আসনে জিতেছে, তা স্পষ্ট করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “২০২১ এও ৫৬ টি আসনে সিপিএম তৃণমূলকে জিততে সাহায্য করেছে। আর এবারেও ১২ টি আসনে ওরা তৃণমূলকে জিতিয়ে দিয়েছে। ওদের মিটিংয়ে মুসলিমরা যায়। কিন্তু ওদের ভোট দেয় না। ওরা তৃণমূলকে জেতাতে সাহায্য করে।” অর্থাৎ তৃণমূলের এই বিপুল আসন পেয়ে উজ্জীবিত হওয়ার যে কোনো কারণ নেই, বরঞ্চ বামেরাই যে ভোট কেটে তৃণমূলকে সাহায্য করছে, তা স্পষ্ট করে দিলেন শুভেন্দু অধিকারী। যার ফলে প্রমাণ হয়ে গেল যে, এই রাজ্যে বাম এবং তৃণমূলের মধ্যে একটা সমঝোতা তৈরি হয়েছে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!