তৃনমূলকে জোর ধাক্কা দিল করোনা, ফল ঘোষণার আগেই প্রান গেল তৃনমূল প্রার্থীর! তৃণমূল রাজনীতি রাজ্য April 25, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ষষ্ঠ দফার নির্বাচনে ভোট হয়েছিল খড়দা বিধানসভা কেন্দ্রে। জয়ের ব্যাপারে কার্যত নিশ্চিত হয়েছিলেন তৃণমূল প্রার্থী কাজল সিনহা। কিন্তু ষষ্ঠ দফার নির্বাচন শেষ হতে না হতেই মৃত্যু হল সেই তৃণমূল প্রার্থীর। জানা গেছে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। আজ রবিবার বেলেঘাটা আইডি হাসপাতাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হেভিওয়েট এই তৃণমূল প্রার্থীর। স্বাভাবিক ভাবেই তার এই মৃত্যুতে ব্যাপক শোকের আবহ তৈরি হয়েছে ঘাসফুল শিবিরের অন্দরমহলে। প্রসঙ্গত উল্লেখ্য, নির্বাচন চলার সময় করোনা ভাইরাসে আক্রান্ত হন খড়দা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাজল সিনহা। বিগত তিনদিন ধরে ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাকে। অবশেষে আজ কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন এই তৃণমূল প্রার্থী। বলা বাহুল্য, এর আগে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরের দুই সংযুক্ত মোর্চার প্রার্থীর করোনা ভাইরাসে মৃত্যু হয়েছিল। যার ফলে ওই দুই আসনে ভোট স্থগিত রাখা হয়েছে। কিন্তু ভোট হয়ে যাওয়ার পর যেভাবে খড়দা বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর মৃত্যু হল, তাতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভাইরাস ছাড়ছে না কাউকেই। নির্বাচন চলার সময় বারবার সকলকে সতর্ক থাকার কথা বলেছে কমিশন। কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন রাজনৈতিক দলগুলো অবাধে প্রচার করার কারণে হু হু করে বাড়তে শুরু করেছে করোনা ভাইরাস। ষষ্ঠ দফায় খড়দা বিধানসভা কেন্দ্রের নির্বাচন সম্পন্ন হয়েছিল। কিন্তু তার পরেও করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করতে না পেরে পরাজিত হলেন তৃণমূল প্রার্থী কাজল সিনহা। নির্বাচনী লড়াইয়ে তিনি জয়লাভ করবেন কি করবেন না, তা ভোটবাক্স খোলার পরই পরিষ্কার হয়ে যাবে। কিন্তু জয় বা পরাজয় কোনোটাই দেখার সৌভাগ্য হল না এই তৃণমূল প্রার্থীর। নির্বাচনের পরে করোনা ভাইরাসের মত ভয়াবহ রোগ প্রাণ কেড়ে নিল তাঁর। যা ঘাসফুল শিবিরের কাছে বড়সড় ধাক্কা বলেই মনে করছেন সকলে। আপনার মতামত জানান -