এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূলত্যাগী বিধায়ককে টিকিট, অভিষেক গড়ে চরম অস্বস্তিতে বিজেপি!

তৃণমূলত্যাগী বিধায়ককে টিকিট, অভিষেক গড়ে চরম অস্বস্তিতে বিজেপি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলের টিকিটের জন্য যেমন অনেকে প্রত্যাশী হয়েছিলেন, ঠিক তেমনই বিজেপির অনেকেও দলের পক্ষ থেকে তাদের টিকিট দেওয়া হবে বলে মুখিয়ে ছিলেন। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, তৃণমূল থেকে যে সমস্ত বিধায়ক বিজেপিতে যোগদান করছেন, তাদেরকে খুশি রাখার জন্য গেরুয়া শিবিরের পক্ষ থেকে সেই সমস্ত বিধানসভায় টিকিট দেওয়া হচ্ছে। কিন্তু এই ঘটনা নিয়েই এখন তৈরি হয়েছে সমস্যা।

বেশ কিছুদিন আগেই তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ডহারবারের বিধায়ক দীপক হালদার যোগদান করেছিলেন ভারতীয় জনতা পার্টিতে। দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় ডায়মন্ডহারবারের প্রার্থী হিসেবে সেই দীপকবাবুর নাম ঘোষণা করে ভারতীয় জনতা পার্টি। আর তারপরেই রীতিমত বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে এলাকা জুড়ে। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় অস্বস্তি ক্রমশ বাড়তে শুরু করেছে গেরুয়া শিবিরের।

জানা যায়, রবিবার বিজেপির পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। যেখানে ডায়মন্ডহারবার থেকে প্রার্থী করা হয় বিদায়ী বিধায়ক দীপক হালদারকে। আর তারপরেই বিজেপি যুব মোর্চার কর্মী-সমর্থকদের একাংশ বিক্ষোভে ফেটে পড়তে শুরু করেন। ডায়মন্ডহারবার বিধানসভা এলাকায় বিজেপির কার্যালয়ের সামনে ভাঙচুর চালিয়ে দলের পতাকা হাতে নিয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান একাংশ। “দীপক হালদারকে মানছি না, মানব না” বলে স্লোগান দিতে দেখা যায় অনেককে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুধু তাই নয়, ডায়মন্ডহারবার কেন্দ্রে জেলার সহ-সভাপতি দেবাংশ পন্ডাকে প্রার্থী করার দাবি তোলেন বিজেপি নেতা কর্মীদের একাংশ। স্বাভাবিক ভাবেই এই ঘটনা রীতিমত অস্বস্তি বাড়াতে শুরু করে। বিশ্লেষকদের একাংশ বলছেন, বিজেপির এখন প্রধান টার্গেট মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মত করেই বিভিন্ন জনসভা থেকে শুরু করে পথসভায় এই দুই তৃণমূল শীর্ষ নেতা নেত্রীর বিরুদ্ধে আক্রমণ শানাতে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টির সমস্ত স্তরের নেতৃত্বদের।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ডহারবার। আর সেইখানে ডায়মন্ডহারবার বিধানসভার বিদায়ী বিধায়ক দীপক হালদারকে আবার প্রার্থী করে বিজেপি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চেয়েছিল। কিন্তু প্রার্থী ঘোষণা হওয়ার সাথে সাথেই যেভাবে বিজেপির প্রকাশ্যে এল এবং বিক্ষোভ শুরু করলেন দলের একাংশ, তাতে বিজেপি কতটা ঐক্যবদ্ধভাবে জয়লাভ করতে পারবে, সেটাই এখন প্রশ্ন বিষয় হয়ে দাঁড়িয়েছে বিশেষজ্ঞদের কাছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, দলের শৃঙ্খলা অটুট রাখতে বিজেপির পক্ষ থেকে কী পদক্ষেপ গ্রহণ করা হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!