এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > ত্রিপাক্ষিক জোটশক্তি তৈরীতে আসন রফায় জোর বাম-কংগ্রেসের

ত্রিপাক্ষিক জোটশক্তি তৈরীতে আসন রফায় জোর বাম-কংগ্রেসের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যজুড়ে ভোট যত এগিয়ে আসছে, ততই বাংলার রাজনৈতিক দলগুলির তৎপরতা বাড়ছে। ইতিমধ্যে রাজ্যের শাসক দল তৃণমূল এবং বিজেপি উঠে পড়ে লেগেছে কড়া টক্কর দিতে এবারের নির্বাচনে। অন্যদিকে ভোটের বাজারে নতুন করে ঘুরে দাঁড়াতে তৎপর হয়েছে বাম-কংগ্রেস জোট। আর তাঁদের সঙ্গে হাত মিলিয়েছে আব্বাস সিদ্দিকীর আইএসএফকে। কিন্তু বাম-কংগ্রেসের মধ্যে আসন রফা নিয়ে কথা হলেও এখনো পর্যন্ত এই তিন শক্তির মধ্যে জোট সমস্যা রয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। বাম-কংগ্রেস আগেই জোট সমস্যার সমাধান করলেও নতুন করে আব্বাস সিদ্দিকীর সঙ্গে জোটের কথা আসতেই শুরু হয়েছে সমস্যা।

তাই এবার ত্রিপাক্ষিক জোট তৈরি করতে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হতে চলেছে বলে জানা যাচ্ছে। একটি সূত্রের খবর, 28 তারিখের ব্রিগেডের সমাবেশের আগেই বাংলার রাজনীতিতে ত্রিপাক্ষিক জোটের সমীকরণ চূড়ান্ত হবে। তবে বাম-কংগ্রেস জোটের সঙ্গে আব্বাসের জোট এখনও বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হচ্ছে। বেশ কয়েকটি আসন নিয়ে কংগ্রেসের সঙ্গে আব্বাসদের মতান্তর রয়েছে বলে শোনা যাচ্ছে। তাই বাংলার বুকে বাম কংগ্রেসের সঙ্গে জোট কতদূর ফলপ্রসূ হবে, তা নিয়ে প্রশ্ন চিহ্ন থাকছে। 294 টি আসনের মধ্যে সংখ্যালঘু আসনগুলিকে আলাদা করে নজর রেখেছে আইএসএফকে। আর সেই আসনগুলি নিয়েই মূলত কংগ্রেসের সঙ্গে তাঁদের মতান্তরের মূল কারণ বলে ধরে নেওয়া হচ্ছে।

মালদা, উত্তর দিনাজপুর এবং কংগ্রেসের অন্যতম গড় মুর্শিদাবাদের আসন নিয়ে চলছে টানাপোড়েন। জানা গিয়েছে, কংগ্রেসের একটি উচ্চ পর্যায়ের বৈঠকে স্থির হয়েছে, কংগ্রেস যে কয়টি আসন গতবার জিতেছে, তা নিয়ে আইএসএফকের দাবি বাদ রেখেই কংগ্রেস আলোচনা করবে। তবে সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের বেশকিছু আসন আব্বাসরা দাবি করেছে বলে জানা যাচ্ছে। দক্ষিণে মূলত কলকাতা বন্দর এবং বালিগঞ্জকে পছন্দের তালিকায় রেখেছে আব্বাস শিবির। আবার অন্যদিকে বামেদের প্রস্তাব মেটিয়াবুরুজ অঞ্চল আব্বাস শিবিরকে ছেড়ে দেওয়া হোক। সেক্ষেত্রে বামেদের মত- মেটিয়াবুরুজ অঞ্চলে তাঁরা নজর রাখতে পারবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে মূলত আব্বাস শিবির এবং কংগ্রেসের সঙ্গে কিছুটা মতান্তর থাকলেও নিজেদের দাবিদাওয়ার ক্ষেত্রে বেশকিছুটা অদল বদল করে তাঁরা জোট চূড়ান্তের দিকেই এগিয়ে যেতে চাইছে। অন্যদিকে জানা গিয়েছে, আইএসএফকের নেতা নওশাদের সঙ্গে বাম চেয়ারম্যান বিমান বসুর দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে। সম্প্রতি সেখানে মহম্মদ সেলিম উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। 22 টি আসন নিয়ে আব্বাস সিদ্দিকীর সঙ্গে কথা চালিয়েছে বামেরা। আর তারপরেই আইএসএফকের পক্ষ থেকে দাবি করা হয় জোটের ক্ষেত্রে তাঁরা 80% কথাবার্তা সম্পূর্ণ করেছেন বামেদের সঙ্গে, বাকিটা কংগ্রেসের সঙ্গে হবে। সূত্রের খবর, বামেরা অন্যদিকে কংগ্রেসকেও জোট সমস্যা সমাধান করার জন্য তাড়া দিচ্ছে।

ফলস্বরূপ বৈঠকে বসেছেন কংগ্রেসের ওপর মহলের নেতারা। শুক্রবারের মধ্যেই এই সমস্যার সমাধান হবে বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, রাজ্যে তৃণমূল এবং বিজেপি ব্যাপকভাবে ভোটের প্রচার শুরু করলেও এখনো পর্যন্ত বাম কংগ্রেস জোট করলেও সেভাবে প্রচার শুরু করেনি। এদিকে শিয়রে শমনের মতন বিধানসভা ভোট প্রায় বাংলার দোরগোড়ায় কড়া নাড়ছে। এই অবস্থায় বাম-কংগ্রেস এবং আব্বাসের জোট এবারের বিধানসভা নির্বাচনে যথেষ্ট তাৎপর্য বহন করতে পারে বলে দাবি বিশেষজ্ঞদের। তবে সেক্ষেত্রে প্রয়োজন সবার আগে যত তাড়াতাড়ি সম্ভব জোট সমস্যার সমাধান, আর সেদিকেই এবার এগোচ্ছে ত্রিপাক্ষিক জোটশক্তি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!