এখন পড়ছেন
হোম > রাজ্য > মেদিনীপুর > ত্রিপল চুরিতে নোটিশ সিআরপি জওয়ানদের, নজিরবিহীন ঘটনা রাজ্যে!

ত্রিপল চুরিতে নোটিশ সিআরপি জওয়ানদের, নজিরবিহীন ঘটনা রাজ্যে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  সম্প্রতি ত্রাণ দেওয়া ত্রিপল চুরির ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী এবং তার ভাই সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে। প্রথম থেকেই এই ঘটনাকে প্রতিহিংসাপরায়ণ বলে দাবি করে আসছে বিজেপি। ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর কাছে পরাজয়ের পর থেকেই তাকে কাবু করতে চাইছেন। আর সেই কারণে ত্রিপল চুরির ঘটনায় তার নাম জড়িয়ে কালিমালিপ্ত করা হচ্ছে বলে দাবি গেরুয়া শিবিরের।

আর এই পরিস্থিতিতে এবার নজিরবিহীনভাবে সেই ত্রিপল চুরির ঘটনায় বেশ কয়েকজন সিআরপি জওয়ানকে তলব করল কাঁথি থানার পুলিশ। যার জেরে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। গেরুয়া শিবিরের একাংশ কটাক্ষ করে বলছেন, তৃণমূল অধিকারী পরিবারকে জব্দ করতে গিয়ে নিজেরাই জব্দ হয়ে যেতে শুরু করেছে। এক্ষেত্রে সিআরপি জওয়ানদের বিরুদ্ধেও ত্রিপল চুরির মত নিকৃষ্ট অভিযোগ করছে তারা। যা শাসকদলের প্রতিহিংসাপরায়ণ আচরণকে আরও সামনে এনে দিল বলেই দাবি সমালোচক মহলের।

জানা গেছে, গত 29 মে কেন্দ্রীয় বাহিনীর বেশ কয়েকজন জওয়ানের উপস্থিতিতে কাঁথি পৌরসভা থেকে প্রচুর ত্রিপল লুট হয়েছে বলে অভিযোগ। আর তারপরেই সিসিটিভি ফুটেজ দেখে তাই বেশ কয়েকজন সিআরপি জওয়ানকে থানায় তলব করেছে পুলিশ। কিন্তু সিআরপি জওয়ানদের বিরুদ্ধে এই অভিযোগ কি সত্যিই ঠিক? এদিন এই প্রসঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার অমরনাথ কে বলেন, “পৌরসভার প্রশাসক অভিযোগ জানিয়েছিলেন, সেখানে সিআরপি কর্মীরা ছিলেন। তাদের ভূমিকা কি ছিল এবং সেদিনের ঘটনা কি, সেই সম্পর্কে জানতেই ওদের তলব করা হয়েছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে এই ব্যাপারে সাংসদ তথা হেভিওয়েট বিজেপি নেতা শিশির অধিকারী বলেন, “জেলার সিআরপি নিরাপত্তা পান, এই রকমই একজন ওইদিন ত্রিপল আনতে গিয়েছিলেন।” স্বভাবতই এবার ত্রিপল চুরির ঘটনায় পুলিশের পক্ষ থেকে সিআরপি জওয়ানদের তলব করায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। একাংশ বলছেন, গোটা ঘটনা সত্যিই দুর্ভাগ্যজনক। ক্ষমতায় আসার পর থেকেই তৃণমূল বিরোধী নেতাদের কাবু করতে প্রতিহিংসাপরায়ন আচরণ করছে। এক্ষেত্রে শুভেন্দু অধিকারী এবং তার ভাই সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে চুরির অভিযোগ করে থানায় এফআইআর দায়ের করা হয়েছে।

আর এবার সেই ঘটনায় সিআরপি জাওয়ানদের নাম জড়িয়ে কেন্দ্রকে চাপে ফেলে দেওয়ার কৌশল নিল রাজ্যের প্রশাসন বলেই মনে করছেন একাংশ। এভাবে সিআরপি জওয়ানদের বিরুদ্ধে অভিযোগ করা কি ঠিক? যারা দেশের জন্য কাজ করে, তাদের বিরুদ্ধে এই ধরনের নিচু অভিযোগ আদৌ কি খাটে? এদিন এই প্রসঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর তথা মন্ত্রী অখিল গিরি বলেন, “ঘটনা ঘটেছে বলেই পুলিশ মামলা করেছে। সকলেই জানে কাঁথিতে কারা সিআরপি নিয়ে ঘোরে।”

অনেকে বলছেন, শুধু অধিকারী পরিবারের সদস্যদের নয়, তাদের সঙ্গে যারা থাকে, তাদের সকলকেই এখন কাবু করতে চাইছে পুলিশ-প্রশাসন। যার মধ্যে বাদ রইল না সিআরপি জওয়ানরাও। এক্ষেত্রে তাদের বিরুদ্ধেও ত্রিপল চুরির ঘটনায় জবাবদিহি তলব করে নোটিশ পাঠিয়ে দিল প্রশাসন। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!