এখন পড়ছেন
হোম > রাজ্য > ত্রিপুরা থেকে বামপন্থার প্রতিটি চিহ্ন উড়ে যাচ্ছে, ‘সৌজন্যে’ নাকি বিজেপি!

ত্রিপুরা থেকে বামপন্থার প্রতিটি চিহ্ন উড়ে যাচ্ছে, ‘সৌজন্যে’ নাকি বিজেপি!

শনিবার ত্রিপুরা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যে সিপিএমের পার্টি অফিস, দলীয় কর্মীদের বাড়ি ভাঙচুর, সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটে চলেছে । পার্টি অফিসগুলি ভেঙে গুঁড়িয়ে দেওয়া এবং তাতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে। সোমবার পরিস্থিতি ভয়নক আকার নিলো। দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ার কলেজ স্কোয়ারে ছিল ভ্লাদিমির লেনিনের মূর্তি যেখানে মাত্র কদিন আগেও ত্রিপুরায় নির্বাচনী প্রচারে উপস্থিত হয়ে সিপিএম নেতা প্রকাশ কারাট ফুল দিয়েছিলেন। সোমবার বিকেলে বুলডোজার দিয়ে একদল মানুষ সেই মূর্তি ভেঙে ফেলল। বামাদের করা অভিযোগের ভিত্তিতে সাদ্দাম হোসেন বা বামিয়ানের বৌদ্ধমূর্তির ধাঁচে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় লেনিনের মূর্তি। মূর্তি ভাঙার কাজ যারা তদারকি করছিলেন, তারা আবার ‘ভারত মাতা কি জয়’ স্লোগান সহ মূর্তির ভাঙার কাজ সাঙ্গ করে এমন টা স্থানীয় সূত্র জানা যায়। অনেকে আবার এই ঘটনার ভিডিও করে রাখেন নিজেদের মোবাইলে। শনিবার নির্বাচনের ফল প্রকাশের পরই আগরতলা বিমানবন্দরের কাছে কার্ল মার্কসের একটি মূর্তি ভাঙা হয়েছিল। এরপর এলাকায় শান্তি আনতে পশ্চিম ত্রিপুরায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!