এখন পড়ছেন
হোম > জাতীয় > ত্রিপুরায় শাসকের আসনে বসেই প্রতিশ্রুতি পালন শুরু গেরুয়া শিবিরের

ত্রিপুরায় শাসকের আসনে বসেই প্রতিশ্রুতি পালন শুরু গেরুয়া শিবিরের


শুক্রবার মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের পর , মন্ত্রীসভার প্রথম বৈঠকেই , পূর্ব প্রতিশ্রুতি মতো আগরতলা বিমানবন্দরের নাম পরিবর্তনের সিদ্ধান্তে সরকারী ছাপ ছিলেন বিপ্লব দেব। এখন আগরতলা বিমানবন্দরের নাম হলো মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর। উল্লেখ্য বীর বিক্রম কিশোর ছিলেন ত্রিপুরার অন্যতম দক্ষ শাসক। রাজ্যের শিক্ষা বিস্তারে তার অবদান অনস্বীকার্য। মাণিক্য রাজবংশের শেষ এই রাজাকে আধুনিক ত্রিপুরার রূপকার বলা হয় । সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ত্রিপুরা রাজপরিবারের সদস্য প্রদ্যোত্‍ কিশোর মাণিক্য। প্রদ্যোত্‍ কিশোর মাণিক্য সম্পর্কে বীর বিক্রম মাণিক্যএর নাতি হন ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!