এখন পড়ছেন
হোম > জাতীয় > ত্রিপুরা বিজেপিতে কি ভূমিকম্প হতে চলেছে? ব্রাত্যর মন্তব্যে জল্পনা!

ত্রিপুরা বিজেপিতে কি ভূমিকম্প হতে চলেছে? ব্রাত্যর মন্তব্যে জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পশ্চিমবঙ্গে তৃতীয় বারের জন্য ক্ষমতা দখল করার পরেই ভিন রাজ্যে সংগঠন চাঙ্গা করতে মনোযোগী হয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই ত্রিপুরাতে বিজেপির চাপ বাড়িয়ে তৃণমূলের একের পর এক নেতা নেত্রী সেখানে গিয়ে সংগঠনকে শক্তিশালী করছেন। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, আগামী বিধানসভা নির্বাচনে এই রাজ্য থেকে বিজেপির বিদায় নিশ্চিত। শুধু তাই নয়, বিজেপির অন্দরমহলের বিদ্রোহকে হাতিয়ার করে আগামী দিনে অনেক হেভিওয়েট বিজেপি নেতা ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসে সামিল হবেন বলেও দাবি করছে ঘাসফুল শিবির। আর এই পরিস্থিতিতে সেই ত্রিপুরার মাটিতে পা রেখে বিজেপিতে ব্যাপক ভাঙ্গনের আভাস দিলেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী তথা হেভিওয়েট তৃণমূল নেতা ব্রাত্য বসু।

সূত্রের খবর, আজ ত্রিপুরায় পা রাখেন ব্রাত্যবাবু‌। আর তারপরেই ত্রিপুরায় অনেকেই যে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে আসতে চাইছেন সেই ব্যাপারে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তিনি। পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী বলেন, “বিজেপির অনেকেই বিজেপির ব্যাপারে বীতশ্রদ্ধ। যারা ভালো বিধায়ক রয়েছেন, তারা ইতিমধ্যেই আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। এই মুহূর্তে নাম করে বলতে পারব না। ত্রিপুরা থেকে বিজেপির যাওয়া আর কয়েক মাসের ব্যাপার।” আর হেভিওয়েট তৃণমূল নেতা ব্রাত্য বসুর এই মন্তব্যে তৈরি হয়েছে জল্পনা।

অনেকে বলছেন, ইতিমধ্যেই ত্রিপুরায় বিজেপির অন্দরমহলে ব্যাপক সমস্যা তৈরি হয়েছে। সুদীপ রায় বর্মন সহ তার অনুগামী একাধিক বিধায়ক ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ওপর ক্ষুব্ধ। সমস্যা মেটাতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে হস্তক্ষেপ করতে হয়েছে। আর এই পরিস্থিতিতে বিজেপিতে যে ভাঙ্গন তীব্র হতে চলেছে, সেই ব্যাপারে আভাস দিয়ে গেরুয়া শিবিরের অস্বস্তি আরও বাড়িয়ে দিলেন ব্রাত্য বসু বলেই মনে করছেন একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের মতে, পশ্চিমবঙ্গের বাইরে দলের বিস্তার ঘটানো এখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছে প্রধান চ্যালেঞ্জ। সেদিক থেকে ত্রিপুরা তাদের পাখির চোখ হয়ে দাঁড়িয়েছে। আগামীতে 2023 এর বিধানসভা নির্বাচনে ত্রিপুরাতে ভালো ফল করাই এখন তৃণমূল কংগ্রেসের কাছে প্রধান লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই পশ্চিমবঙ্গ থেকে একের পর এক তৃণমূল নেতা থেকে শুরু করে হেভিওয়েট মন্ত্রীরাও ত্রিপুরাতে গিয়ে বিজেপির অস্বস্তি বাড়িয়ে দিচ্ছেন।

অনেকেই দাবি করছেন, ত্রিপুরার বিজেপি সরকারের অনেক গুরুত্বপূর্ণ বিধায়ক যোগাযোগ রাখছেন তৃণমূলের সঙ্গে। কিন্তু এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনো বিধায়ককে তৃণমূলের পতাকা তলে আসতে দেখা যায়নি। তবে এবার হেভিওয়েট তৃণমূল নেতা ব্রাত্য বসুর মন্তব্য শোরগোল ফেলে দিল ত্রিপুরার রাজনীতিতে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!