এখন পড়ছেন
হোম > জাতীয় > ত্রিপুরা মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশিকায় প্রবল অস্বস্তিতে রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠন

ত্রিপুরা মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশিকায় প্রবল অস্বস্তিতে রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠন


৭৮ টি জায়গায় গড়ে ওঠা অবৈধ নির্মান ভেঙে ফেলা হবে এমনটাই নির্দেশ দিয়েছেন ত্রিপুরা সরকার। নোটিশের মাধ্যমে দখলদারদের ৭ দিনের ভিতর ওইসব জায়গার জিনিসপত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দিলেন পশ্চিম ত্রিপুরার জেলাশাসক মিলিন্দ রামটেক্। অবৈধ নির্মানগুলোর উপর নির্দেশ টানিয়ে এটাও জানানো হয়েছে যে অবৈধ নির্মাণের মধ্যেকার জিনিস যদি বের করে না নেওয়া হয় তাহলে ভাঙার কাজ শুরু হলে প্রশাসন কোনো দায় নেবে না। ত্রিপুরার মুখ্যমন্ত্রীরএরকম কড়া নির্দেশিকায় রীতিমতো অস্বস্তিতে রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

রাজনৈতিক সূত্রের খরব থেকে জানা যাচ্ছে যে,২৫ দিনের ভিতরই শেষ করা হয় অবৈধ নির্মাণ নিয়ে শুরু করা সার্ভে। এরই মধ্যে যদি আরো অবৈধ নির্মাণের খোঁজ পাওয়া যায় তাহলে নোটিশেরর মাধ্যমে তাদের সতর্ক করা হবে। আরো জানা গেছে যে,৬ ই মে র পরই ত্রিপুরা রাইফেলস এবং রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে অবৈধ নির্মাণগুলি ভাঙা হবে।প্রয়োজনে কাজে লাগানো হবে কেন্দ্রীয় বাহিনীকে। তবে এটাও জানা গেছে বেশিরভাগ অবৈধ নির্মাণই কোনো নামে নথিভুক্ত নেই। রাজ্যে থাকাকালীন দলীয় অফিসগুলোর মালিকানা নিয়ে তিনি জানেন না,এমনটাই জানালেন বাম তরফের কেন্দ্রীয় কমিটির সদস্য রমা দাস।

আজ থেকে প্রিয় বন্ধু বাংলার অফিসিয়াল ফেসবুক আইডি হল – Priyo Bandhu Bengali

আমাদের সব খবর, সমস্ত আপডেট পাওয়া যাবে এখানেই – https://www.facebook.com/pbmediaofficial/

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!