এখন পড়ছেন
হোম > জাতীয় > ত্রিপুরা ইস্যু নিয়ে বিজেপির ঘুম উড়িয়ে দিতে এবার দিল্লিতে বড়োসড়ো পদক্ষেপ নিতে চলেছে তৃণমূল

ত্রিপুরা ইস্যু নিয়ে বিজেপির ঘুম উড়িয়ে দিতে এবার দিল্লিতে বড়োসড়ো পদক্ষেপ নিতে চলেছে তৃণমূল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল ত্রিপুরায় পুরভোটের শেষ প্রচারের দিনে গ্রেফতার করা হয়েছে তৃণমূলের যুব নেত্রী সায়নী ঘোষকে। তাঁর বিরুদ্ধে ১২০ বি, ১৫৩, ৩০৭ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁর বিরুদ্ধে জোরে গাড়ি চালিয়ে মানুষ খুন করার চেষ্টার অভিযোগ রয়েছে। ত্রিপুরায় তাঁকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ দিল্লিতে ধর্ণা দিতে চলেছেন তৃণমূল সাংসদেরা। এর সঙ্গেই আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন তৃণমূল সাংসদেরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূলের পক্ষ থেকে দ্রুত সাংসদদের দিল্লি রওনা দেওয়ার হুইপ জারি করা হয়েছিল গতকাল। তৃণমূলের অধিকাংশ সাংসদ দিল্লির উদ্দেশ্যে রওনা দেন গতকালই। যাদের মধ্যে ছিলেন শুখেন্দু শেখর রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অপরুপা পোদ্দার প্রমুখরা। জানা যাচ্ছে, আজ সকালের মধ্যেই অন্যান্য তৃণমূল সাংসদেরাও দিল্লি পৌঁছে যাবেন। সেখানে ধর্নায় বসবেন তৃণমূল সাংসদেরা। এরপর উপস্থিত হবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দরবারে।

তৃণমূল সূত্রের খবর, ত্রিপুরায় স্বৈরাচারী শাসন চালাচ্ছে বিজেপি, এই অভিযোগ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তাঁরা প্রতিকার চাইবেন। এদিকে আজ দিল্লির উদ্দেশ্যে রওনা দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবকিছু নিয়েই এবার সর্বাত্মক লড়াইয়ের পথে নামতে চলেছে তৃণমূল। ত্রিপুরার আইনশৃঙ্খলা নিয়ে বিজেপিকে প্রবল চাপে ফেলতে এমনই বড়রকম লড়াইয়ের প্রস্তুতি রাজ্যের শাসক দল তৃণমূলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!