এখন পড়ছেন
হোম > জাতীয় > ত্রিপুরা ইস্যু নিয়ে কোন পথে চলবে বামশিবির? গেরুয়া-সবুজের পক্ষ? নাকি একলা চলো?

ত্রিপুরা ইস্যু নিয়ে কোন পথে চলবে বামশিবির? গেরুয়া-সবুজের পক্ষ? নাকি একলা চলো?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ত্রিপুরায় তৃণমূল ও বিজেপির মধ্যে যখন ধুন্ধুমার লড়াই চলছে, ত্রিপুরার আঁচ যখন উত্তপ্ত করছে সারা দেশকে, দিল্লিতেও যখন ছড়িয়ে পড়ছে প্রতিবাদের ঝড়, সেই অবস্থায় কি করবে ত্রিপুরার বাম শিবির? তৃণমূল বা বিজেপি? কোন একটি দলের পক্ষ নেবে? নাকি সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান করবে? এমন প্রশ্ন করেছিলেন অনেকেই। এবার একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে নিজেদের অবস্থান স্পষ্ট করল ত্রিপুরার সিপিএম নেতৃত্ব।

ত্রিপুরা সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে সিপিএম নেতা রাখাল মজুমদার জানিয়েছেন যে, পুর নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই শাসকদল বিজেপির ফ্যাসিস্ট সন্ত্রাস বাড়ছে। সিপিএমের পক্ষ থেকে জানানো হয়েছে, থানার ভেতরে ঢুকে তৃণমূলের নেতা নেত্রীদের উপর আক্রমণ চলছে। ভাঙচুর চালাচ্ছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছে সিপিএমের ত্রিপুরা রাজ্য সম্পাদক মন্ডলী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সিপিএমের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, বামপন্থী সহ সমস্ত বিরোধী দলের নেতারা আক্রান্ত হয়েছেন। নির্দিষ্ট অভিযোগ দায়ের করার পরও পুলিশ কোন দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করেনি। সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করছে পুলিশ। তৃণমূলের নেত্রীকে জিজ্ঞাসাবাদের পর জামিন অযোগ্য ধারায় তাকে গ্রেফতার করা হয়েছে।

থানার ভেতরে জিজ্ঞাসাবাদ করার সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা থানা চত্বরে ঢুকে আক্রমণ ও ভাঙচুর চালিয়েছে। এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছে সিপিএম অর্থাৎ, ত্রিপুরার ঘটনায় তথা বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে এবার সিপিএমকে পাশ পেল তৃণমূল। ফলে লড়াই আরও জোরদার হতে চলেছে বলেই, মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!