এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ত্রিপুরা ইস্যুকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর প্রতি শুভেন্দুর কটাক্ষের মোক্ষম জবাব তৃণমূলের

ত্রিপুরা ইস্যুকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর প্রতি শুভেন্দুর কটাক্ষের মোক্ষম জবাব তৃণমূলের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে অভূতপূর্ব জয়লাভের পর ত্রিপুরা দখলের দিকে হাত বাড়িয়েছে তৃণমূল। ত্রিপুরায় তৃণমূলের রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পেতেই পাল্টা পদক্ষেপ নিতে শুরু করেছে বিজেপি। তাই তৃণমূল, বিজেপি শিবিরের মধ্যে সংঘর্ষ ক্রমশই বাড়ছে। এই পরিস্থিতিতে ত্রিপুরা গিয়ে আক্রান্ত হয়েছিলেন তৃণমূলের বেশকিছু যুবনেতা। তার প্রতিকার চাইতে গেলে তাদের গ্রেপ্তার করা হয় বলে অভিযোগ করা হয়। পরে তাঁরা জামিনে মুক্তি পান। এরপর তাঁদের ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে।

এসএসকেএম হাসপাতালে তাঁদের দেখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে, ত্রিপুরায় গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতা-নেত্রীদের কোনরকম চিকিৎসা করা হয়নি। তাঁদের জল পর্যন্ত খেতে দেয়া হয়নি। ৩৬ ঘন্টা একফোঁটা জলও খেতে দেওয়া হয়নি বলে, অভিযোগ করেছিলেন তিনি। তিনি অভিযোগ করেছেন। যারা লকআপে ছিলেন, তাঁদের কাউকে এক গ্লাস জল পর্যন্ত দেওয়া হয়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর এর পাল্টা জবাব হিসেবে একটি ভিডিও পোস্ট করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে থানায় বসে জল খেতে দেখা গিয়েছিল জয়া দত্তকে, সুদীপ রাহার চিকিৎসা করতে দেখা গিয়েছিল, কুণাল ঘোষের হাতে দেখা গিয়েছিল জলের গ্লাস। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিজেপির পক্ষ থেকে মিথ্যাচারের অভিযোগ আনা হয়েছিল। জানানো হয়েছিল, মুখ্যমন্ত্রীর মিথ্যাচার প্রকাশ্যে চলে এসেছে। তাঁর সমস্ত কার্যকলাপকে নাটক বলে কটাক্ষ করা হয়েছিল। শুভেন্দু অধিকারী কটাক্ষ করেছিলেন যে, মুখ্যমন্ত্রীকে মিথ্যাশ্রী দেওয়া হোক।

এরপর এর পাল্টা জবাব দিলেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ। টুইট করে তিনি জানালেন যে, শুভেন্দু অধিকারী মিথ্যে কথা বলছেন। তাঁদের জল এনে দিয়েছিলেন তৃণমূল কর্মীরা। জয়া দত্ত, সুদীপ রাহার আঘাতের চিকিৎসা না করে, তাঁদের গ্রেপ্তারের পর রুটিন প্রেসার দেখা হয়েছিল। শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে তিনি জানান, আগে তিনি বলুন, ২০১৪ সালে বিজেপি ১৬ ই আগস্ট খেলার জন্য পালন করলেও, এখন কেন খেলা দিবসের বিরোধিতা করা হচ্ছে? তিনি প্রশ্ন করেছেন, শিশির অধিকারী কোন দলে সেটা ভাবা কি শেষ হয়েছে? এভাবেই ত্রিপুরাকে কেন্দ্র করে প্রবল চাপানউতোর তৃণমূল-বিজেপি দুই যুযুধান শিবিরের মধ্যে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!