এখন পড়ছেন
হোম > জাতীয় > ত্রিপুরা যাওয়ার আগেই বিজেপিকে হুঙ্কার, বড় প্রশ্ন তুলে দিলেন ব্রাত্য!

ত্রিপুরা যাওয়ার আগেই বিজেপিকে হুঙ্কার, বড় প্রশ্ন তুলে দিলেন ব্রাত্য!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সংগঠনকে বিস্তার করতে এবং 2023 এ ত্রিপুরার বিধানসভা নির্বাচনে জয়লাভ করতে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। মাঝেমধ্যেই সেখানে গিয়ে বিপ্লব দেবের বিজেপি সরকারের ওপর চাপ বাড়াতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূল নেতৃত্বকে। আর এই পরিস্থিতিতে এবার আবারও আজ ত্রিপুরা যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের একঝাঁক নেতা এবং জনপ্রতিনিধিরা। ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দর থেকে ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দিয়েছেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আর ত্রিপুরার মাটিতে পা রাখার আগে বাংলা থেকে রীতিমতো সেখানকার বিজেপি সরকারের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সৈনিক। যেখানে আগামী দিনে ত্রিপুরার মানুষ প্রস্তুত হয়ে রয়েছে বলেও জানিয়ে দিলেন তিনি।

বলা বাহুল্য, বর্তমান পরিস্থিতিতে ত্রিপুরায় তৃণমূল কর্মীদের ওপর ব্যাপকভাবে অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ ঘাসফুল শিবিরের। এক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে প্রতিমুহূর্তে সরব হচ্ছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তার এই পরিস্থিতিতে এদিন কলকাতা বিমানবন্দরে এসে ত্রিপুরার বিমান ধরার আগে বিজেপির বিরুদ্ধে সরব হন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, “ত্রিপুরাতে কোনো কর্মসূচি করতে দেওয়া হচ্ছে। আমরা তো সংগঠন বিস্তার ঘটাতে যাচ্ছি। এত ভয় কিসের? আসলে ওরা বুঝে গিয়েছে, ওদের সময় শেষ হয়ে এসেছে। ত্রিপুরার মাটিতে বাম নয়, রাম নয়। মানুষ বিকল্প চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ ব্রাত্যবাবু নিজের মন্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন যে, আগামী দিনেও ত্রিপুরাতে তাদের এই রাজনৈতিক কর্মসূচি চলবে। পাশাপাশি সেখানকার বিজেপি সরকার যে তৃণমূলের এই সক্রিয়তার কারণে যথেষ্ট ভয় পেয়েছে এবং সেই কারণেই যে বাধাদান করা হচ্ছে, সেই কথাও নিজের মন্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী। পর্যবেক্ষকদের মতে, 2021 সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বার ক্ষমতা দখল করার পরেই বাংলার বাইরে দলকে বিস্তারলাভ করাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই লক্ষ্য নিয়েই পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা এখন তৃণমূলের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।

ইতিমধ্যেই ত্রিপুরাতে গিয়ে তৃণমূলের একাধিক নেতা, কর্মীরা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ ঘাসফুল শিবিরের। আর এই পরিস্থিতিতে বর্তমানে সেখানকার বিজেপি সরকার পুলিশ প্রশাসন দিয়ে প্রতি মুহূর্তে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের ওপর চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ। তাই সেখানকার নেতা কর্মীদের পাশে দাঁড়াতে এবং বিজেপিকে আরও চাপে ফেলতে আজ ব্রাত্য বসু সহ তৃণমূলের একাধিক সাংসদ ত্রিপুরা সফর করছেন। তবে ত্রিপুরাতে পা রাখার আগেই সেখানকার বিজেপি সরকারের উদ্দেশ্যে রীতিমতো হুঙ্কার ছাড়লেন ব্রাত্য বসু

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!