এখন পড়ছেন
হোম > জাতীয় > একনজরে ত্রিপুরার পূর্ণাঙ্গ নতুন মন্ত্রিসভার তালিকা

একনজরে ত্রিপুরার পূর্ণাঙ্গ নতুন মন্ত্রিসভার তালিকা


বামেদের ২৫ বছরের রাজত্বের অবসান ঘটিয়ে ত্রিপুরাতে ঐতিহাসিক জয় পেয়েছে গেরুয়া শিবির। আর তাই নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ উপলক্ষে ত্রিপুরার আগরতলাতে ঐতিহাসিক জমায়েত হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, অন্যতম শীর্ষনেতা লালকৃষ্ণ আডবাণী, বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী সহ হাজারে হাজারে বিজেপি কর্মী-সমর্থক হাজির ছিলেন। নতুন মন্ত্রিসভায় মন্ত্রী হিসাবে শপথ নিলেন মোট ৯ জন, যদিও ত্রিপুরা বিধানসভার চিত্র অনুযায়ী সর্বাধিক ১২ জন মন্ত্রী মন্ত্রিসভায় স্থান পেতে পারেন। বাকি ৩ জন মন্ত্রী পরবর্তীকালে শপথ নেবেন বলে জানান যাচ্ছে। এদিন রাজ্যপাল তথাগত রায়ের কাছে শপথবাক্য পথ করেন –

১. বিপ্লব কুমার দেব (মুখ্যমন্ত্রী)
২. জিষ্ণু দেববর্মন (উপমুখ্যমন্ত্রী)
৩. সান্ত্বনা চাকমা
৪. এন সি দেববর্মা (আইপিএফটি সভাপতি)
৫. মেবার কুমার জমাতিয়া (আইপিএফটি সাধারণ সম্পাদক)
৬. সুদীপ রায়বর্মন
৭. রতনলাল নাথ
৮. প্রাণজিত্‍ সিংহ রায়
৯. মনোজকান্তি দেব

যদিও এখনো দপ্তর বন্টন হয় নি, আজ মন্ত্রিসভার প্রথম বৈঠকে তা ঠিক হওয়ার কথা। এছাড়াও সূত্রের খবর, নবগঠিত বিধানসভার স্পিকার পদ সামলাতে চলেছেন ডঃ দিলীপ দাস আর ডেপুটি-স্পিকার পদ পেতে চলেছেন প্রাক্তন রাজ্য কংগ্রেস সভাপতি অরুণ কুমার ভৌমিক

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!