এখন পড়ছেন
হোম > জাতীয় > ত্রিপুরা নিয়ে অশনিসংকেত বিজেপির! হেভিওয়েট বিধায়কের মন্তব্যে জল্পনা!

ত্রিপুরা নিয়ে অশনিসংকেত বিজেপির! হেভিওয়েট বিধায়কের মন্তব্যে জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  বাংলায় তৃতীয়বারের জন্য ক্ষমতা দখল করার পরে ত্রিপুরা রাজ্যে সংগঠন বিস্তার করতে মনোযোগী হয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। বিভিন্ন রকম রাজনৈতিক কার্যসূচি করতে দেখা যাচ্ছে তাদের। তবে মাঝেমধ্যেই সেখানে তৃণমূল কংগ্রেসকে বাধা দান করার হচ্ছে বলে অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ঘাসফুল শিবিরের দাবি, খুব দ্রুত বিজেপির অনেক হেভিওয়েট নেতা ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে সামিল হবেন। বলা বাহুল্য, এমনিতেই ত্রিপুরায় বিজেপি ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব চলছে বলে খবর। মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক নেই সুদীপ রায় বর্মনের।

স্বাভাবিকভাবেই একসময় তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকা সুদীপ রায় বর্মন যদি আবার তৃণমূল কংগ্রেসে সঙ্গে যুক্ত হন, তাহলে ত্রিপুরায় বিজেপি অনেকটাই চাপে পড়ে যাবে। আর এই পরিস্থিতিতে সেই সুদীপ রায় বর্মনের একটি মন্তব্যকে কেন্দ্র করে ব্যাপক জল্পনার সৃষ্টি হয়েছে ত্রিপুরার রাজনীতিতে। সূত্রের খবর, ইতিমধ্যেই বিজেপিতে থেকেও বিপ্লব দেব সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন। এদিন তিনি বলেন, “ত্রিপুরায় দেখছি বিরোধীদের উপর লাগাতার আক্রমণ হচ্ছে। আমার মনে হয়, তা দলের শীর্ষ নেতৃত্ব পছন্দ করে না। সমর্থনও করে না। প্রধানমন্ত্রী মোদীর সবকা সাথ সবকা বিকাশ থেকে সরে এলে মানুষ আমাদের ক্ষমা করবে না। মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সরকারের উচিত, সবার নিরাপত্তা সুনিশ্চিত করা।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিকভাবেই বিজেপির বিধায়ক হয়েও যেভাবে বিরোধীদের উপর আক্রমণ নিয়ে সরব হলেন সুদীপ রায় বর্মন, তাতে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে। তাহলে কি বিপ্লব দেবের সঙ্গে তার সম্পর্কের তিক্ততা বাড়ছে? এবার কি তাহলে তিনি নতুন কোনো ভাবনা ভাবতে চলেছেন সুদীপ রায় বর্মন? ইতিমধ্যেই গোটা বিষয়টিকে কেন্দ্র করে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন, সুদীপ রায় বর্মনকে নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে। তৃণমূল যখন এখানে সংগঠন গড়ার জন্য তৎপর হতে শুরু করেছিল, তখন সেই সুদীপ রায় বর্মনের পদক্ষেপ নিয়ে তৈরি হয়েছিল গুঞ্জন। তবে সেই সময়ে তিনি সেই সমস্ত সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছিলেন।

কিন্তু এবার বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে যেভাবে সরব হতে শুরু করেছেন এই বিজেপি বিধায়ক, তাতে আগামী দিনে তার পদক্ষেপ বিজেপির কাছে যথেষ্ট চিন্তার হয়ে দাঁড়াবে বলেই মনে করা হচ্ছে। আর যদি সুদীপ রায় বর্মন বড় কোনো সিদ্ধান্ত নেন, তাহলে তা যে ঘাসফুল শিবিরের কাছে যথেষ্ট উৎসাহের কারণ হবে, তা বলার অপেক্ষা রাখে না। যদিও বা এই ব্যাপারে এখনও পর্যন্ত কিছুই জানাননি হেভিওয়েট এই বিজেপি বিধায়ক। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, আলোচনার ভিত্তিতে সমস্যার সমাধান হয়, নাকি বড় কোনো সিদ্ধান্ত নেন সুদীপবাবু, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!