এখন পড়ছেন
হোম > জাতীয় > ত্রিপুরা নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল,বিজেপিকে প্রবল হুঁশিয়ারি রাজ্যের প্রাক্তন মন্ত্রীর

ত্রিপুরা নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল,বিজেপিকে প্রবল হুঁশিয়ারি রাজ্যের প্রাক্তন মন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাংলা জয়ের পর তৃণমূলের লক্ষ অপর বাংলাভাষী রাজ্য ত্রিপুরা। ত্রিপুরা জয়ের মধ্যে দিয়েই দেশ জয়ের লক্ষ্যে তৃণমূল। আগামী ২০২৩ সালে বিধানসভা নির্বাচন রয়েছে ত্রিপুরায়। ত্রিপুরাতে দলের সংগঠন বাড়াতে শুরু করেছে তৃণমূল। একের পর এক বিজেপি ও অন্যান্য দলের নেতাকর্মীরা যোগদান করছেন তৃণমূলে, এমনটাই দাবি ঘাসফুল শিবিরের। তবে, ত্রিপুরায় তৃণমূলের রাজনৈতিক তৎপরতা শুরু হতেই পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে বিজেপি। দুই দলের রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিছুদিন আগে ত্রিপুরাতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন যুব তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত প্রমুখরা। এরপর আবার গত শনিবার ত্রিপুরায় আক্রান্ত হয়েছেন তৃণমূল নেতা শুভঙ্কর দেবনাথ। মাথায় বড়োসড়ো চোট পেয়েছিলেন তিনি। এ কারণে তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করা হচ্ছে। আজ তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র।

হাসপাতাল থেকে তাঁকে দেখে আসার পর ফেসবুক লাইভ করেছেন বিধায়ক মদন মিত্র। যেখানে তিনি বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে, বাঘও নিজের এক্তিয়ারের বাইরে চলে যায় না। কিন্তু ত্রিপুরায় বিজেপি চলে যাচ্ছে এক্তিয়ারের বাইরে। ত্রিপুরাতে ছেলেকে মারা হচ্ছে, বাংলাতেও মারা হচ্ছে। মদন মিত্র আরও জানান, ত্রিপুরা ও বাংলা এক হয়ে যাবে। তিনি জানান, ৩০০ বছর আগে পর্তুগাল, ফ্রান্স যদি, ব্যান্ডেল, চন্দননগর চালাতে পারে, তবে ত্রিপুরা ও বাংলা এক হয়ে যেতে পারে। এভাবেই ত্রিপুরা নিয়ে একদিকে আত্মবিশ্বাসী বক্তব্য, অন্যদিকে বিজেপিকে প্রবল হুঁশিয়ারি মদন মিত্রের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!