এখন পড়ছেন
হোম > জাতীয় > ত্রিপুরা নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগকে মিথ্যাচার বলে কটাক্ষ বিজেপির, তীব্র শোরগোল রাজনীতি মহলে

ত্রিপুরা নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগকে মিথ্যাচার বলে কটাক্ষ বিজেপির, তীব্র শোরগোল রাজনীতি মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত শনিবার ত্রিপুরাতে তৃণমূলের একাধিক যুব নেতা ও কর্মীর উপরে বিজেপি কর্মীরা হামলা করেছেন বলে, বিস্ফোরক অভিযোগ উঠেছিল। এরপর তার প্রতিবাদ জানাতে গেলে, তৃণমূল নেতা, কর্মীদের থানায় আটকে রাখা হয় বলে অভিযোগ ওঠে। অবশেষে গত রবিবার রাতে তাঁরা জামিনে মুক্তি পান। গত সোমবার এসএসকেএম হাসপাতালে ভর্তি তৃণমূল যুব নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল থেকে বেরিয়ে গণমাধ্যমের সামনে তিনি জানান যে, ত্রিপুরাতে আক্রান্ত তৃণমূল কর্মীদের চিকিৎসা করা হয়নি। দীর্ঘসময় ধরে তাঁদেরকে আটকে রাখা হয়েছিল। এক গ্লাস জল পর্যন্ত তাঁদেরকে খেতে দেয়া হয়নি। যা অমানবিক।

মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পাল্টা জবাবে ত্রিপুরা বিজেপির পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যেখানে জানানো হয়েছে যে, মুখ্যমন্ত্রী যা বলছেন, তা একেবারেই মিথ্যাচার। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করে দেখা প্রিয় বন্ধু মিডিয়ার পক্ষ থেকে সম্ভব হয়ে ওঠেনি। এই ভিডিওতে দেখা যাচ্ছে যে, তৃণমূল নেতা সুদীপ রাহার চিকিৎসা করা হচ্ছে হাসপাতালে। কাঁচের গ্লাসে করে জল খাচ্ছেন জয়া দত্ত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসে রয়েছেন কুনাল ঘোষ। সেখানে তাঁর হাতে রয়েছে জলের গ্লাস। আবার সুদীপ রাহার হাতে জলের বোতল দেখা যাচ্ছে এই ভিডিওতে। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে, একটু জলও নাকি তাঁদের দেয়া হয়নি। কিন্তু এই ভিডিওতে সত্যিটা উঠে এসেছে। মুখ্যমন্ত্রীর মিথ্যাচার চলে এসেছে প্রকাশ্যে।

ত্রিপুরা বিজেপির পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠকে তৃণমূলের সমস্ত কার্যকলাপকে নাটক বলে কটাক্ষ করা হয়েছে। এ প্রসঙ্গে বিজেপি বিধায়ক সুশান্ত চৌধুরী জানান যে, বিজেপি তৃণমূলের ওপর যদি হামলা করতো, তাহলে তাঁরা মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে জানোয়ার বলতে পারতেন না, পুলিশকেও গালিগালাজ করতে পারতেন না। তাঁদের মাথার পেছনে পাথর লেগেছে, আর ব্যান্ডেজ করা হয়েছে সামনে। তাও আবার বের হচ্ছে কালো রক্ত। এসব নাটক ছাড়া আর কি? প্রশ্ন করেছেন তিনি।

আবার, সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করেছেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। যেখানে দেখা যাচ্ছে যে, তৃণমূলের এক নেত্রী তৃণমূলের পতাকার লাঠি দিয়ে বাইক ভাঙচুর করছেন। এই পোস্টে তিনি লিখেছেন যে, অনুপ্রাণিত মিডিয়া এসব দেখাবে না। কিন্তু সোশ্যাল মিডিয়ার দৌলতে এই ভিডিওগুলো সামনে চলে আসছে। তৃণমূলের মুখপাত্র এক বাচ্চার খোঁজ করছিলেন। মনে হয় তৃণমূল নেতা তাঁর বন্ধুদের দেখতে পেয়েছিলেন যারা গাড়ি ভাঙচুর করেছে। তবে এই ভিডিওটিরও সত্যতা যাচাই করে দেখা প্রিয় বন্ধু মিডিয়ার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!