এখন পড়ছেন
হোম > জাতীয় > ত্রিপুরা নিয়ে প্রতিহিংসার সুর! ফের বিতর্কিত মদন!

ত্রিপুরা নিয়ে প্রতিহিংসার সুর! ফের বিতর্কিত মদন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  ত্রিপুরার মাটিতে তৃণমূল কংগ্রেস সক্রিয় হতেই তাদের ওপর আঘাত নেমে এসেছে বলে অভিযোগ। যেখানে শনিবার বিজেপির পক্ষ থেকে তৃণমূলের তিন যুব নেতা নেত্রীর গাড়িতে পাথর ছোড়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। আর তারপরেই তারা আন্দোলন শুরু করেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধেও সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। আর এই পরিস্থিতিতে ত্রিপুরার মাটিতে তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা এবং জয়া দত্ত আক্রান্ত হতেই গর্জে উঠেছে বাংলার শাসক দল ঘাসফুল শিবির। কোনভাবেই যে ছেড়ে বিজেপিকে এই ব্যাপারে ছেড়ে কথা বলা হবে না, তা বুঝিয়ে দিচ্ছেন তৃণমূলের একের পর এক নেতা নেত্রীরা। আর এই পরিস্থিতিতে এবার গোটা বিষয়ে মন্তব্য করতে গিয়ে প্রতিহিংসার সুর শোনা গেল কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের গলায়। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, শনিবার ত্রিপুরার মাটিতে আক্রান্ত হয়েছেন তৃণমূলের সুদীপ রাহা এবং জয়া দত্ত। আর তারপরেই তারা সেখানে তাদের আন্দোলন শুরু করেছেন। গোটা বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিতে শুরু করেছেন পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতা নেত্রীরা। আর এবার গোটা বিষয়ে মন্তব্য করতে গিয়ে কার্যত বিতর্কিত মন্তব্য করে বসেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি বলেন, “মারে কেউ ভয় পায় না। আমরা শুধু নির্দেশের অপেক্ষায় রয়েছি। মারের বদলা মারই হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির ভিত নাড়িয়ে দিয়েছেন। বিজেপি যদি বটগাছ হয়, তাহলে তার গোড়া নাড়িয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এখানেই গুঞ্জন তৈরি হয়েছে, ত্রিপুরায় বিজেপি গণতন্ত্র অটুট রাখতে পারছে না বলে অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে, এইভাবে মার দিয়ে তাদের কণ্ঠরোধ করা যাবে না। কিন্তু সেই একই কথা যদি পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, তাহলে তৃণমূল যে অভিযোগ নিয়ে বিজেপির বিরুদ্ধে রাস্তায় নামছে, সেই একই অভিযোগ নিয়ে পশ্চিমবঙ্গের বিজেপি নেতারাও তো তৃণমূলের বিরুদ্ধে রাস্তায় নামতে পারে! যাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি আরও উত্তপ্ত হয়ে যেতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

পর্যবেক্ষকদের মতে, মদন মিত্রের এই ধরনের বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ত্রিপুরার মাটিতে তৃণমূলের নেতা-নেত্রীরা আক্রান্ত এবং তার প্রতিবাদে তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু যেভাবে মারের বদলা মারই হয় বলে কার্যত বিজেপিকে হুঁশিয়ারি দিলেন মদন মিত্র, তাতে পরিস্থিতি আরও বেগতিক হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এক্ষেত্রে যে গণতন্ত্র রক্ষা নিয়ে তৃণমূল কংগ্রেস ত্রিপুরার মাটিতে লড়াই করছে, যদি সেই গণতন্ত্রকে ভেঙে দেওয়ার মত পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায় বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসকে, তাহলে দেশের মাটিতে তৃণমূলের এইরূপ তুলে ধরে বিজেপি আরও বেশি করে ঘাসফুল শিবিরকে চাপের মুখে ফেলে দিতে পারে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!