এখন পড়ছেন
হোম > জাতীয় > ত্রিপুরা নিয়ে তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠকে কি বললেন আমিত শাহ? বাড়ছে কৌতূহল

ত্রিপুরা নিয়ে তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠকে কি বললেন আমিত শাহ? বাড়ছে কৌতূহল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট ত্রিপুরায় সায়নী ঘোষকে গতকাল গ্রেফতার করতেই তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছিলেন তাঁর দলের সাংসদদের দিল্লি পৌঁছাতে। নেত্রীর নির্দেশ অনুযায়ী দিল্লিতে আজ 17 জন সাংসদ পৌঁছে গিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রীর দপ্তরে। তাঁরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। কিন্তু শুরুতে অমিত শাহ তাঁদের সঙ্গে দেখা করেন না। ফলস্বরূপ তৃণমূল সাংসদরা স্বরাষ্ট্র দপ্তরের সামনে বসে পড়েন এবং প্রতিবাদ জানাতে শুরু করেন। তবে শেষপর্যন্ত অমিত শাহ তৃণমূল সাংসদদের সঙ্গে দেখা করেছেন বলে খবর। এবং তিনি জানিয়েছেন, ত্রিপুরা সংক্রান্ত যাবতীয় অভিযোগ খতিয়ে দেখা হবে।

জানা গিয়েছে, আজ বিকেল চারটে থেকে প্রায় আধঘণ্টা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে 17 জন তৃণমূল সাংসদ বৈঠকে বসেন। বৈঠকের পর তৃণমূল সাংসদ সৌগত রায় জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন ত্রিপুরার বুকে আর কোনো সন্ত্রাস হবেনা। অন্যদিকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে তাঁদের পক্ষ থেকে। এমনকি সায়নী ঘোষের কথাও বলা হয়েছে অমিত শাহকে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, পুরো ব্যাপারটি তিনি শুনলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবার তিনি ত্রিপুরা সরকারের বক্তব্য শুনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার কথা বলবেন। অন্যদিকে, তৃণমূলের আর এক সাংসদ দোলা সেন জানিয়েছেন, কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকার যেভাবে কৃষি আইন প্রত্যাহার করেছিল ঠিক সেভাবেই তৃণমূল সাংসদের চাপে পড়ে স্বরাষ্ট্রমন্ত্রী শেষ পর্যন্ত দেখা করেছেন তাঁদের সঙ্গে। সূত্রের খবর, শুরুতেই আজ সকালে ত্রিপুরার আইন শৃঙ্খলার অবনতির পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন।

কিন্তু অমিত শাহ সেসময় সময় দেননি। এরপর বিকেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ফোন করে জানান, তৃণমূল প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকে বসতে চেয়েছেন। আর তারপরেই বৈঠক সম্পন্ন হয়। খুব স্বাভাবিকভাবেই ত্রিপুরার অশান্তির আঁচ লেগেছে দিল্লিতেও। এবার ত্রিপুরার পরিস্থিতি সামাল দিতে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয়, সে দিকেই নজর রাখবে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!