এখন পড়ছেন
হোম > জাতীয় > ত্রিপুরার পর তৃণমূলের টার্গেট আসাম? হেভিওয়েট নেতার যোগদান ঘিরে জল্পনা!

ত্রিপুরার পর তৃণমূলের টার্গেট আসাম? হেভিওয়েট নেতার যোগদান ঘিরে জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-ইতিমধ্যেই সর্বভারতীয় রাজনীতিতে বিস্তার লাভের চেষ্টা করতে শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। ত্রিপুরাতে সংগঠনকে চাঙ্গা করতে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সেখানে পৌঁছে গিয়েছেন। ধীরে ধীরে একাধিক ছোট ছোট রাজ্যগুলোতে নিজেদের দলের বিস্তার ঘটাতে উদ্যোগী হয়েছে ঘাসফুল শিবির। আর এবার ত্রিপুরার পাশাপাশি আসামেও নিজেদের সংগঠনকে তুলে ধরার ক্ষেত্রে কাজ শুরু করে দিতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই আসামের প্রাক্তন কংগ্রেস সাংসদ তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন বলে গুঞ্জন তৈরি হয়েছে। যার ফলে একাংশ বলছেন, আগামী দিনে ত্রিপুরার পাশাপাশি তৃণমূলের টার্গেট আসামে নিজেদের সংগঠনকে চাঙ্গা করা। আর সেই কারণেই এখানকার প্রাক্তন সাংসদের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছে তৃণমূল।

সূত্রের খবর, কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিল্লি গিয়েছিলেন, তখন তার সঙ্গে সেখানে সাক্ষাৎ করেন অসমের প্রাক্তন কংগ্রেস সাংসদ কিরিপ চালিহা। আর তারপর থেকেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেন বলে গুঞ্জন তৈরি হয়। একাংশ বলছেন, এটা অত্যন্ত স্বাভাবিক বিষয়। বর্তমান পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস একের পর এক রাজ্যে সংগঠনকে বিস্তার করার চেষ্টা করছে। তাই এই পরিস্থিতিতে সেখানকার হেভিওয়েট প্রাক্তন কংগ্রেস সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করে যদি তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে কাজ করার কথা বলেন, তাহলে তৃণমূল কংগ্রেস তা লুফে নিতে পারে। সেদিক থেকে এই হেভিওয়েট প্রাক্তন কংগ্রেস সাংসদকে নিজেদের দলে যোগদান করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর হাতে আসামের সংগঠনকে তুলে দিয়ে দলকে শক্তিশালী করার চেষ্টা করতে পারেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও বা এখনও পর্যন্ত এই প্রাক্তন কংগ্রেস সাংসদ তৃণমূল কংগ্রেসে যোগদান করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানাননি। তবে জল্পনা যে ক্রমশ বাড়ছে, তা বলার অপেক্ষা রাখে না। এদিন এই প্রসঙ্গে এই প্রাক্তন কংগ্রেস সাংসদ বলেন, “এখনই যোগদানের বিষয় নিয়ে কিছু বলতে চাই না। তবে আসামের বহু মানুষ যারা দীর্ঘদিন কংগ্রেসের সঙ্গে কাজ করেছেন, তার সোনিয়াজীর নেতৃত্বে যতটা স্বাচ্ছন্দ্য, রাহুলের সঙ্গে কা ততটা নয়। তারা মনে করেন, কংগ্রেস জাতীয় রাজনীতিতে বিজেপির বিকল্প হয়ে উঠতে পারেনি। কিন্তু পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচনে প্রমাণ হয়ে গিয়েছে, মোদিকে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সরাতে পারেন। আমি মমতাজির সঙ্গে দেখা করে বলেছি, আপনি এখন কেবল বাংলার মধ্যে সীমাবদ্ধ না থেকে সর্বভারতীয় রাজনীতিতে এগিয়ে আসুন। উত্তর-পূর্বাঞ্চলের রাজনীতিতে আমরা আপনাকে সাহায্য করব।”

 

বিশেষজ্ঞরা বলছেন, ইতিমধ্যেই দিল্লি গিয়ে সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে যে বিজেপিকে সরানো তার প্রধান লক্ষ্য, তা বুঝিয়ে দিয়েছেন তিনি। তবে সর্বভারতীয় রাজনীতিতে বিস্তার লাভ করতে গেলে বা বিজেপি বিরোধিতায় অন্যতম প্রধান শক্তি হতে গেলে বিভিন্ন রাজ্যে নিজেদের সংগঠন গড়ে তুলতে হবে। আর সেই কথা অনুধাবন করেই এখন থেকে সেই কাজ শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই ত্রিপুরাতে সংগঠন গড়ার লক্ষ্যে তার দলের পক্ষ থেকে একাধিক নেতা নেত্রী সেখানে পৌঁছে গিয়েছেন। তবে শুধু ত্রিপুরা নয়, এবার আসামে প্রাক্তন কংগ্রেস সাংসদের মন্তব্যে তৈরি হল জল্পনা। যেখানে সেই প্রাক্তন কংগ্রেস সাংসদ খুব দ্রুত তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন বলে মনে করা হচ্ছে। আর তা যদি হয়, তাহলে আগামী দিনে যে সর্বভারতীয় রাজনীতিতে আরও ধীরে ধীরে ডানা মেলতে শুরু করবে বাংলার তৃণমূল কংগ্রেস, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!