এখন পড়ছেন
হোম > জাতীয় > সৌজন্যের অনন্য নাজির স্থাপন করে সকলের মন জিতে নিলেন ত্রিপুরার ভাবী মুখ্যমন্ত্রী

সৌজন্যের অনন্য নাজির স্থাপন করে সকলের মন জিতে নিলেন ত্রিপুরার ভাবী মুখ্যমন্ত্রী


ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে দল তাঁর নাম ঘোষণা করার আগেই সৌজন্যের অনন্য নজির স্থাপন করে সকলের মন জিতে নিলেন ত্রিপুরা বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব। প্রথমেই গত রবিবার সিপিএমের প্রয়াত নেতা খগেন্দ্র জামাতিয়াকে শ্রদ্ধা জানাতে সিপিএমের দলীয় অফিসে উপস্থিত হন তিনি। এরপর সিপিএমের রাজ্য দফতরে গিয়ে বিদায়ী মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন এবং তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করে কুশল বিনিময় করেন বিপ্লব বাবু। সেখান থেকে বেরিয়ে আঙবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, গণতন্ত্রে হার-জিত থাকবেই। মানিক সরকার আমার দাদার মতো। অনেক অভিজ্ঞতা রয়েছে তাঁর। ওনাকে শ্রদ্ধা করি। দরকারে তাঁর পরামর্শও নেব।

আজকের বৈঠক সম্পর্কে বিপ্লব বাবু সেই সময়েই বলেন, বিজেপি’র ৩৫ জন এবং আইপিএফটি’র আট বিধায়ক ওই বৈঠকে থাকবেন। অনুমান করা হচ্ছে শপথগ্রহণ অনুষ্ঠানে থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরায় জয় প্রসঙ্গে কর্নাটকের টুমাকুরুতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি যুব কনভেনশনে বলেন, উত্তর-পূর্বের মানুষ বিজেপি’কে জিতিয়ে ঘৃণার রাজনীতি খারিজ করেছেন। আগে ওই অঞ্চলের মানুষ ভারতের মূলস্রোত থেকে নিজেদের বিচ্ছিন্ন মনে করতেন। এর জন্য দায়ী এই রাজ্যগুলির সরকারি নীতি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!