এখন পড়ছেন
হোম > জাতীয় > ত্রিপুরাতে ‘চূড়ান্ত সফল’ যোগী মডেল এবার বাংলায় আমদানি করার পথে বিজেপি

ত্রিপুরাতে ‘চূড়ান্ত সফল’ যোগী মডেল এবার বাংলায় আমদানি করার পথে বিজেপি

ত্রিপুরাতে জয়ী হয়েছে বিজেপি। যে পথে বিজেপি ত্রিপুরা দখল করেছে এবার সেই পথেই এবার বঙ্গ জয়ের স্বপ্ন দেখছে। আর তাই এবার যোগী মডেল বাংলায় আমদানি করার পথে বিজেপি । মোট সাতটি ক্রেন্দ্রে সভা করে ছয়টি কেন্দ্রে সাফল্য লাভ করলেন উত্তর প্রদেশের মুখমন্ত্রী যোগী আদিত্যনাথ। ত্রিপুরা ভোটের সাফল্যের জন্য বিজেপির সহযোগী আইপিএফটির আদিত্য নাথের প্রচারেরও যথেষ্ট ভূমিকা ছিল বলে জানা গেছে। সূত্রের খবর ত্রিপুরায় ভোটারের সংখ্যা ছিল প্রায় ২৫ লক্ষ। এর মধ্যে প্রায় ১০ লক্ষ নাথ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। আদিত্যনাথ নিজেও এই নাথ সম্প্রদায়ভুক্ত হওয়ায় প্রায় এই ১০ লক্ষ অনুগতের সমর্থন পেয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। ভোটের আগে পদমপুর ও চন্দ্রপুর গোরক্ষ মন্দিরেও তিনি গিয়েছিলেন বলে জানা যায়। “উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বক্তৃতা সাধারণের ওপর যথেষ্ট প্রভাব ফেলেছিল। যার ফল পেয়েছে বিজেপি। নাথ সম্প্রদায়ের নিজেস্ব কিছু সংস্কৃতি ও ঐতিহ্য আছে। রাজ্যেও গোরক্ষনাথের বহু শিষ্য রয়েছেন।” এদিন আদিত্যনাথের প্রসঙ্গ টেনে এনে চন্দ্রপুর গোরক্ষনাথের ভাইস প্রেসিডেন্ট রমণী নাথ এমনটাই মন্তব্য করেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!