ত্রিপুরায় বিরোধী শক্তি তৃনমূল? চমকে দেওয়া তথ্য দিলেন বিজেপি নেত্রী! তৃণমূল রাজনীতি রাজ্য November 28, 2021November 28, 2021 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ত্রিপুরার পৌরসভা নির্বাচনের ফলাফলে নিজেদের সাফল্যের ধারা বজায় রেখেছে ভারতীয় জনতা পার্টি। তৃণমূল এত হম্বিতম্বি করলেও, শুধুমাত্র একটি আসনে জয়লাভ করতে পেরেছে তারা। তবে ঘাসফুল শিবিরের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, বেশিরভাগ আসনেই তারা দ্বিতীয় শক্তি হিসেবে উঠে এসেছে। তাই আগামী দিনে ত্রিপুরা জয় তাদের কাছে শুধু সময়ের অপেক্ষা। তবে তৃণমূল এই যুক্তি সামনে আনলেও, তাকে মানতে নারাজ ভারতীয় জনতা পার্টি। তাদের পাল্টা যুক্তি হিসেবে সিপিএম প্রার্থী দেয়নি, তাই তৃণমূল দ্বিতীয় স্থানে বলে দাবি করলেন বিজেপি নেত্রী প্রতিমা ভৌমিক। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - সূত্রের খবর, এদিন এই ব্যাপারে বিজেপি নেত্রী প্রতিমা ভৌমিক বলেন, “তৃণমূল কয়েকটা জায়গায় দ্বিতীয় শক্তি হয়েছে। তবে সিপিএম প্রার্থী দেয়নি বলেই তারা দ্বিতীয় স্থান পেয়েছে। না হলে সিপিএম দ্বিতীয় স্থান পেত। তাই এসব বলে কোনো লাভ নেই।” একাংশ বলছেন, প্রতিমা ভৌমিকের এই কথা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেননা লক্ষ্য করলে দেখা যাবে যে, যে সমস্ত আসনে সিপিএমের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হয়নি, সেখানেই দ্বিতীয় শক্তি হিসেবে উঠে এসেছে তৃণমূল কংগ্রেস। স্বভাবতই বিজেপি নেত্রী এই কথা বলে তৃণমূলকে কিছুটা হলেও চাপে ফেলে দিলেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -