এখন পড়ছেন
হোম > জাতীয় > ত্রিপুরার ঘটনা সম্পূর্ণটাই সাজানো? বিস্ফোরক দিলীপ ঘোষ!

ত্রিপুরার ঘটনা সম্পূর্ণটাই সাজানো? বিস্ফোরক দিলীপ ঘোষ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের উপর আক্রমণ এবং তার পরিপ্রেক্ষিতে গ্রেফতারকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতি। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, পশ্চিমবঙ্গে প্রশাসন বিরোধীদের বিন্দুমাত্র কর্মসূচি গ্রহণ করতে দেয় না। কিন্তু ত্রিপুরাতে গিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা রাজনৈতিক কর্মসূচি করার বদলে বিশৃঙ্খলা তৈরি করছে। সেই কারণে প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তবে পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের অন্যতম নেতা সুদীপ রাহা এবং যুব কংগ্রেসের জয়া দত্তের উপর আক্রমণ নেমে আসা নিয়ে রীতিমতো সরব হয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব।

রবিবার ত্রিপুরাতে গিয়ে বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই পরিস্থিতিতে এবার গোটা বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। যেখানে গোটা ঘটনাকে নাটক বলে অভিহিত করলেন তিনি। যার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “এর আগে আসামে গিয়ে তৃণমূল অনেক নাটক করেছিল। একটা পঞ্চায়েতও জিততে পারেনি। যে রাজ্যে তৃণমূলের কোনো সাংসদ, বিধায়ক এমনকি পঞ্চায়েত সদস্য পর্যন্ত নেই, সেখানে কেন তৃণমূল কংগ্রেসকে আক্রমন করা হবে? এরকম মারামারি করে মনে হয় না তৃণমূল ওখানে সংগঠন গঠন করতে পারবে। দিদি সব সময় নাটক করেন। তার ভাইরা আরও বেশি নাটক করেন‌। গোটা ঘটনা সাজানো।”

অর্থাৎ ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের উপর আক্রমণ নেমে আসার পরে যেভাবে গোটা বিষয় নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস এবং নতুন করে ত্রিপুরাতে আন্দোলন গড়ে তুলতে চাইছে, সেখানে রীতিমতো তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে চাপে ফেলে দিলেন দিলীপ ঘোষ। এক্ষেত্রে নতুন করে পশ্চিমবঙ্গের রাজনীতিও নতুন করে উত্তপ্ত হয়ে উঠতে পারে বলেই দাবি একাংশের।

অনেকে বলছেন, পশ্চিমবঙ্গে তৃতীয়বার ক্ষমতা দখলের পর তৃণমূল কংগ্রেস এখন বাইরের রাজ্যগুলোতে সংগঠনকে বিস্তার করতে উদ্যোগ গ্রহণ করছে। সেদিক থেকে তাদের এখন প্রধান লক্ষ্য ত্রিপুরাতে দলকে চাঙ্গা করা। আর সেই কাজ করতে গিয়ে প্রতিমুহূর্তে ত্রিপুরার বিজেপি প্রশাসনের পক্ষ থেকে তাদের নেতা কর্মীদের ওপর আঘাত নেমে আসছে বলে অভিযোগ করছে ঘাসফুল শিবির। যা সেখানকার বিজেপি প্রশাসনকে অনেকটাই চাপের মুখে ফেলে দিয়েছে। তবে এই গোটা ঘটনায় তৃণমূল নাটক করছে বলে পাল্টা সোচ্চার হলেন দিলীপ ঘোষ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!