এখন পড়ছেন
হোম > জাতীয় > ত্রিপুরাতে পা রেখেই বড়সড় ভাঙ্গন ধরাল তৃণমূল, চাপে পদ্ম শিবির!

ত্রিপুরাতে পা রেখেই বড়সড় ভাঙ্গন ধরাল তৃণমূল, চাপে পদ্ম শিবির!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- তৃতীয়বার বাংলার ক্ষমতা দখল করার পরেই এখন তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় রাজনীতিতে মনোযোগী হয়ে পড়েছে। সেই মতো করে বিভিন্ন রাজ্যে সংগঠন গড়ার কাজে মনোযোগী হচ্ছে তারা। তবে পশ্চিমবঙ্গের পর সবথেকে বেশি ত্রিপুরা নিয়ে মাথা ঘামাতে দেখা যাচ্ছে ঘাসফুল শিবিরকে। 2023 সালে ত্রিপুরার বিধানসভা নির্বাচনে জয়লাভ করতে এবং সেই রাজ্যের ক্ষমতা দখল করতে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। বাংলা থেকে একের পর এক তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা নেত্রীরা পা বাড়াচ্ছেন ত্রিপুরাতে।

যেখানে বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হচ্ছেন তারা। আর এবার ত্রিপুরাতে বড়সড় ভাঙন ধরাল তৃণমূল কংগ্রেস। যেখানে বিজেপি, বাম এবং কংগ্রেস থেকে একঝাঁক নেতা কর্মী যোগ দিলেন ঘাসফুল শিবিরে। স্বভাবতই ত্রিপুরাতে সংগঠন চাঙ্গা করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়া তৃণমূল কংগ্রেস যেভাবে প্রথম ধাপে ব্যাপক বিরোধী শিবিরের নেতা কর্মীদের যোগদান করাতে সক্ষম হল, তাতে রীতিমতো উজ্জীবিত তৃণমূল শীর্ষ নেতৃত্ব বলেই মনে করছেন একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন ত্রিপুরাতে সিপিএম, কংগ্রেস এবং বিজেপি থেকে প্রায় 235 জন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। যাদের হাতে দলীয় পতাকা তুলে দেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, বিজেপির 77 জন, সিপিএমের 76 জন এবং কংগ্রেসের 32 জন নেতাকর্মী এদিন ঘাসফুল শিবিরে সামিল হয়েছেন। অর্থাৎ তৃনমূল বিরোধী নেতা কর্মীদের নিজেদের দলে যোগদান করিয়ে বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বার্তা দিতে চাইল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

পর্যবেক্ষকদের মতে, ত্রিপুরাতে তৃণমূলের কোনো সংগঠন নেই বলে দাবি করেছে ভারতীয় জনতা পার্টি। এক্ষেত্রে তাদের ত্রিপুরা দখল স্বপ্নই থেকে যাবে বলে মন্তব্য করছেন একাধিক বিজেপি নেতা। তবে ভিন রাজ্যে পাড়ি দেওয়া তৃণমূল কংগ্রেস সেই সমস্ত নেতাদের দেখিয়ে দিতে চাইছে যে, তাদের শক্তি কোনো অংশে কম নেই। তাই সেই কারণেই ত্রিপুরার মাটিতে এবার বিরোধী দল থেকে ব্যাপক নেতা কর্মীর যোগদান প্রক্রিয়াকে তুলে ধরে নিজেদের শক্তি জানান দেওয়ার চেষ্টা শুরু করে দিল ঘাসফুল শিবির বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!