এখন পড়ছেন
হোম > জাতীয় > ত্রিপুরায় আজ অভিষেক, রাজনৈতিক চাপানউতোর কোন অভিমুখে?

ত্রিপুরায় আজ অভিষেক, রাজনৈতিক চাপানউতোর কোন অভিমুখে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট ত্রিপুরার পুরসভার নির্বাচনে এবার প্রথম তৃণমূল যোগদান করছে। কিন্তু নির্বাচনের প্রচারপর্বে ব্যাপক উত্তেজনা চোখে পড়ছে ত্রিপুরা জুড়ে। প্রথম থেকেই অনুমান করা হয়েছিল, ত্রিপুরায় যেহেতু গেরুয়া সরকার তাই সেখানে তৃণমূলের পক্ষে রাজনৈতিক কার্যকলাপ চালানো যথেষ্ট কঠিন হবে। অনুমান যথেষ্টই সঠিক প্রমাণিত হচ্ছে যত দিন যাচ্ছে। গতকাল রাতে তৃণমূল নেত্রী সায়নী ঘোষকে গ্রেফতার করে ত্রিপুরা পুলিশ। আর তারপরেই ত্রিপুরার রাজনৈতিক উত্তাপ বেড়েছে কয়েকগুণ। পরিস্থিতি সামাল দিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবারই ত্রিপুরা যেতে চেয়েছিলেন।

তবে আজকে তিনি ত্রিপুরা যাচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগেও ত্রিপুরা গিয়েছিলেন। তবে তিনি ত্রিপুরা গেলেও গেরুয়া শিবিরের বাধার মুখে কিন্তু তিনিও পড়েছেন। ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি পদযাত্রা করার পরিকল্পনা করেছিল তৃণমূল এবার। কিন্তু শেষ পর্যন্ত সেই পদযাত্রা বাতিল করে দিল ত্রিপুরা সরকার। বদলে কিছু সময়ের জন্য পথসভার অনুমতি দেওয়া হয়েছে। কার্যত এ প্রসঙ্গে রাজ্য তৃণমূল সাধারণ সম্পাদক কুনাল ঘোষ ত্রিপুরা সরকারের পক্ষ থেকে একটি প্রশাসনিক চিঠি টুইট করেছেন। আর সেখানেই বলা হয়েছে, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পদযাত্রার অনুমতি দেওয়া হয়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে তৃণমূল পথসভা করতে পারে। আর এ ব্যাপারে যাবতীয় বিধি পালন করে অনুমতি নিতে হবে রবিবার রাতেই তৃণমূলকে। কার্যত তৃণমূলের পক্ষ থেকে কুণাল ঘোষ ত্রিপুরা সরকারের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। আইন শৃঙ্খলার কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা অনুমতি বাতিল করা হয়েছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি দাবী করেছেন, বাংলায় এত খারাপ পরিস্থিতি ছিলনা। বাংলায় কিন্তু প্রত্যেকেই গিয়ে প্রচার করেছেন, এমনকি ত্রিপুরার মুখ্যমন্ত্রীও গিয়েছিলেন।

প্রসঙ্গত, সুপ্রিমকোর্টের পক্ষ থেকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে ত্রিপুরায় প্রতিটি রাজনৈতিক দল যথাযথভাবে ভোট প্রচার করতে পারবে। কিন্তু প্রচার পর্বে দেখা যাচ্ছে তৃণমূল একাধিক বাধার সম্মুখীন হচ্ছে। আর এই নিয়ে এবার তৃণমূল পথে নামছে। কার্যত দিল্লিতে এবার তৃণমূল সাংসদরা একযোগে রাজপথে নামতে চলেছেন বলে জানা যাচ্ছে। সব মিলিয়ে ত্রিপুরা ক্রমশ রাজনৈতিক প্রেক্ষাপটের অন্যতম আকর্ষণ হয়ে উঠতে চলেছে। পুরভোট ঘিরে যে অশান্তি চলছে, তা শেষ পর্যন্ত কোথায় গিয়ে শেষ হয় সেটাই এখন দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!