এখন পড়ছেন
হোম > জাতীয় > ত্রিপুরায় বিজেপি সরকারের ওপর চাপ বাড়াতে এবার সেখানে পা দিচ্ছেন অভিষেক ব্যানার্জ্জী, সাংগঠনিক তোড়জোর শুরু

ত্রিপুরায় বিজেপি সরকারের ওপর চাপ বাড়াতে এবার সেখানে পা দিচ্ছেন অভিষেক ব্যানার্জ্জী, সাংগঠনিক তোড়জোর শুরু


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য তৃণমূলের এই মুহূর্তে লক্ষ্য রাজ্যের বাইরে সংগঠন বাড়ানো। আর সেই সূত্রে তাঁদের নজর পাশের রাজ্য ত্রিপুরায়। কার্যত ত্রিপুরায় 2023 এ বিধানসভা নির্বাচন। আর তার আগেই সেখানে মাটি শক্ত করতে উদ্যোগী হয়েছে তৃণমূল। সেই সূত্রে ত্রিপুরার পরিস্থিতি খতিয়ে দেখতে পৌঁছে গিয়েছিল আইপ্যাক টিমের 23 জন সদস্য। কিন্তু তাঁরা সেখানে আগরতলা পুলিশের নজরবন্দি হয়ে রয়েছেন আপাতত। কার্যত তাঁদের ছাড়াতে ত্রিপুরায় পৌঁছে গেছেন ইতিমধ্যেই তৃণমূলের হেভিওয়েট নেতারা।শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা যেতে পারেন বলে শোনা যাচ্ছে।

দিল্লি থেকে তিনি সরাসরি ত্রিপুরা পৌঁছাতে পারেন বলে জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। যিনি বর্তমানে ত্রিপুরায় রয়েছেন।ইয়। আইপ্যাক কর্মীদের ত্রিপুরায় আটকে থাকা নিয়ে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ও অগণতান্ত্রিক পদ্ধতিতে হোটেলে আটকে রাখা হয়েছে কর্মীদের। বিশেষজ্ঞদের মতে, ত্রিপুরা সরকার কার্যত চাপে ফেলতে চাইছে তৃণমূলকে। কিন্তু তৃণমূলও চুপ থাকার পাত্র নয়। তাঁরাও সেই চাপের যোগ্য জবাব দিতে ইতিমধ্যেই ত্রিপুরায় পৌঁছে গেছেন। এবার ত্রিপুরাতে অভিষেক যেতে চলেছেন। স্বাভাবিকভাবেই অভিষেকের ত্রিপুরায় আগমন সেখানকার সংগঠনকে উজ্জীবিত করবে বলে মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ লাল সিংহ জানিয়েছেন, তৃণমূলের সর্বভারতীয় নেতা ত্রিপুরা আসছেন দু’দিনের সফরে। কার্যত সে কথা মাথায় রেখেই সফরসূচি সাজানো হচ্ছে। প্রসঙ্গত ত্রিপুরা জুড়ে বর্তমানে করোনা সংক্রমণের কারণে কঠোর বিধি-নিষেধ জারি রয়েছে। তাই সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুদিন আগরতলায় থাকলেও তিনি প্রকাশ্য সমাবেশে যোগ দেবেন না। কিন্তু ওই দু দিন তিনি রাজ্যের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। সেক্ষেত্রে জানা যাচ্ছে, দুটি আলাদা জায়গায় দুটি বৈঠক হতে চলেছে তৃণমূলের। অন্যদিকে সমাবেশ না হলেও সাংবাদিক বৈঠক ডেকে ত্রিপুরার বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত বৃহস্পতিবার থেকে আগরতলা পৌঁছানোর পর একের পর এক সাংবাদিক বৈঠক করে চলেছেন অন্যান্য তৃণমূল নেতারা। এই মুহূর্তে ত্রিপুরায় উপস্থিত রয়েছেন ব্রাত্য বসু, মলয় ঘটক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার। এঁরা প্রত্যেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আগরতলার সাংগঠনিক বৈঠকে যোগ দেবেন বলে জানা গিয়েছে। সবমিলিয়ে ত্রিপুরার মাটিতে তৃণমূল এবার চাপ বাড়ানোর কৌশল নিতে চলেছে। পাশাপাশি সাংগঠনিক ভিত মজবুত করার কথা ভাবা হচ্ছে। আর সেখানে মুকুল রায়কে কাজে লাগানো হতে পারে বলে ব্যাপক জল্পনা শোনা যাচ্ছে। কার্যত ত্রিপুরার বিজেপির অন্দরে কিন্তু ইতিমধ্যেই ভাঙনের গুঞ্জন স্পষ্ট।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!