এখন পড়ছেন
হোম > জাতীয় > ত্রিপুরায় বড়োসড়ো আইনি প্যাঁচে রাজ্যের তৃণমূল মুখপাত্র পুলিশের মুখোমুখি, চাপানউতোর তুঙ্গে

ত্রিপুরায় বড়োসড়ো আইনি প্যাঁচে রাজ্যের তৃণমূল মুখপাত্র পুলিশের মুখোমুখি, চাপানউতোর তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসার পর থেকেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অন্যান্য রাজ্যে তৃণমূল নিজেদের সাংগঠনিক শক্তি বাড়ানোর লক্ষ্যে ধীরে ধীরে এগোচ্ছে। প্রথমেই তৃণমূলের নজর পড়েছে পাশের রাজ্য ত্রিপুরাতে। তৃণমূলের একাধিক হেভিওয়েট এবং যুব সংগঠনের একাধিক নেতা-নেত্রী ত্রিপুরায় সাংগঠনিক শক্তি বাড়ানোর লক্ষ্যে হাজির হয়েছেন বর্তমানে।

ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরার মাটি থেকেই জানিয়ে এসেছেন ত্রিপুরার পুরভোটে এবার তৃণমূল অংশগ্রহণ করবে প্রথমবার। কিন্তু তার আগেই ত্রিপুরায় তৃণমূল নেতা কুণাল ঘোষ পড়েছেন বড়োসড়ো আইনি প্যাঁচে। এর আগেও কুণাল ঘোষকে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয় ত্রিপুরায়। তারপর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে ভর্তি হন। কিন্তু আরো একবার তৃণমূল নেতা কুণাল ঘোষ পুলিশি জিজ্ঞাসাবাদে মুখে আর এবার জানা গিয়েছে কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচটি থানা থেকে আধিকারিক এসে জড়ো হন একটি থানায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই নিয়ে কুণাল ঘোষ এবার সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন। তাঁর মতে একটি নজিরবিহীন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন তিনি বাগমা ফাঁড়িতে শুক্রবার। কার্যত কিছুদিন আগে কুনাল ঘোষ ত্রিপুরায় সীতার পাতাল প্রবেশ সংক্রান্ত মন্তব্য রেখেছিলেন নিজের ভাষণে। আর সেখান থেকেই যাবতীয় বিতর্ক তৈরি হয়, যাবতীয় জটিলতা তৈরি হয়। অন্যদিকে কুণাল ঘোষ জানান, বিজেপির স্লোগান জয় শ্রী রাম এর বিরোধীতা করতেই তিনি সীতার পাতাল প্রবেশ সংক্রান্ত মন্তব্য করেছিলেন।

কুণাল ঘোষ সেদিন নিজের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে রামায়ণ সহ বিভিন্ন বই নিয়ে হাজির হয়েছিলেন থানায়। জিজ্ঞাসাবাদ মিটেছে। তবে তৃণমূলের কথায় শুধুমাত্র হ্যারাসমেন্টের উদ্দেশ্যেই কুণাল ঘোষকে ডেকে পাঠানো হয়েছে থানায়। আপাতত তৃণমূলের লক্ষ্য, ত্রিপুরার পুর নির্বাচন এবং সেখানে সাংগঠনিক শক্তি বৃদ্ধি। এই পরিস্থিতিতে ত্রিপুরার শাসকদল গেরুয়া শিবিরকে জবাব দিতে তৃণমূল এবার কি পদক্ষেপ গ্রহণ করে, সে দিকেই নজর থাকছে সবার।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!