এখন পড়ছেন
হোম > জাতীয় > ত্রিপুরায় গণমাধ্যমের ওপর আক্রমণ চলছে- ত্রিপুরায় পা দিয়ে ফুঁসে উঠলেন অভিষেক

ত্রিপুরায় গণমাধ্যমের ওপর আক্রমণ চলছে- ত্রিপুরায় পা দিয়ে ফুঁসে উঠলেন অভিষেক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল সায়নী ঘোষকে গ্রেফতার করা হয়েছে ত্রিপুরায়। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে রাজনৈতিক অশান্তি বাঁধানোর। রাতভর তাঁকে থানা লকআপে থাকতে হয়। আজকে সায়নীর সাথে দেখা করতে থানায় গিয়েও দেখা করতে পারেননি পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, প্রাক্তন তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষ ও রাজ্যসভার সংসদ সুস্মিতা দেব। যথারীতি সায়নীর সাথে দেখা করতে না পেরে ক্ষোভ উগড়ে দিয়েছেন তৃণোমূল নেতা-নেত্রীরা।

পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি আজকে ত্রিপুরায় পৌঁছালেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরায় আজ অভিষেকের নেতৃত্বে একটি পদযাত্রা করার কথা ছিল। কিন্তু সেই পদযাত্রা বাতিল করা হয়েছে। পাশাপাশি পথসভার অনুমতি দিয়েছে ত্রিপুরা সরকার কিছু সময়ের জন্য। কিন্তু তৃণমূলের পথসভা এই মুহূর্তে হবে কি হবে না তা নিয়ে আলোচনা চলছে দলীয় স্তরে। অন্যদিকে জানা গিয়েছে, দুপুর তিনটে নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ত্রিপুরার বিজেপি সরকারের ওপর ব্যাপক ক্ষোভ প্রকাশ করে রাজ্যসভার সংসদ সুস্মিতা দেব অভিযোগ করেছেন, তৃণমূলের ওপর থানাতেও আক্রমণ হয়েছে। কিন্তু তারপরেও আগরতলা ডিজিপি বা আইজিপির সঙ্গে যোগাযোগ করা যায়নি। প্রত্যেকবার যোগাযোগ করতে গেলে তৃণমূল নেতা নেত্রীদের বলা হয়েছে, ডিজিপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কনফারেন্সে বৈঠক করছেন। অন্যদিকে সায়নী ঘোষকে আইনের সাহায্যে কিভাবে মুক্ত করা যায়, তা নিয়ে ইতিমধ্যেই বৈঠকে বসেছেন দলের নেতাদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আজকে সায়ঈ ঘোষকে আদালতে তোলা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় পা দিয়েই জানিয়েছেন, কার্যত আগরতলার মানুষকে ভয় দেখানো হচ্ছে শাসকদল বিজেপির পক্ষ থেকে। বিভিন্ন সময় আক্রমণ করা হচ্ছে সংবাদমাধ্যম থেকে শুরু করে বিরোধী দলের কর্মী ও সমর্থকদের ওপর। সব মিলিয়ে যত সময় যাচ্ছে, ততই ত্রিপুরার রাজনৈতিক চাপানউতোর বৃদ্ধি পাচ্ছে। আপাতত সায়নী ঘোষ মামলার জল কোনদিকে গড়ায়, সেটাই দেখার। নজর থাকবে আজকে অভিষেকের পদক্ষেপের দিকেও।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!