এখন পড়ছেন
হোম > জাতীয় > ত্রিপুরায় গিয়েও আইপ্যাকের কর্মীদের সাথে দেখা হলনা তৃণমূল হেভিওয়েটদের, তীব্র চাঞ্চল্য

ত্রিপুরায় গিয়েও আইপ্যাকের কর্মীদের সাথে দেখা হলনা তৃণমূল হেভিওয়েটদের, তীব্র চাঞ্চল্য

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এই মুহূর্তে সংবাদ শিরোনামে উঠে এসেছে ত্রিপুরা। কার্যত ত্রিপুরা এই মুহূর্তে তৃণমূলের পাখির চোখ। 2023 সালে  ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। আর তার আগেই ত্রিপুরা রাজ্যে নিজেদের সংগঠন বাড়াতে মরিয়া তৃণমূল। সেক্ষেত্রে তাঁদের সাহায্য করতে সম্প্রতি  আইপ্যাক টিমের 23 জন মেম্বার পৌঁছে গিয়েছিলেন ত্রিপুরায়। কিন্তু সেখানে গিয়ে তাঁরা বিপ্লব দেব সরকারের কোপে পড়েছেন। কার্যত ত্রিপুরায় তৃণমূলের পরিস্থিতি সামলাতে গিয়ে নিজেরাই দুর্বিপাকে পড়েছেন আইপ্যাকের টিম মেম্বাররা। বিগত ক’দিন ধরে তাঁদেরকে আগরতলা পুলিশ হোটেলে নজরবন্দি করে রেখেছে। আজকে তাঁদের ছাড়াতে ত্রিপুরা গিয়েছেন রাজ্যের তিন হেভিওয়েট তৃণমূল নেতা।

কিন্তু ত্রিপুরা পৌঁছেও কোন লাভ হয়নি। কারণ তাঁদের সঙ্গে আইপ্যাকের টিম মেম্বারদের দেখা করতে দেওয়া হয়নি। অন্যদিকে আইপ্যাক কর্মীদের বিরুদ্ধে এবার পদক্ষেপ গ্রহণ করতে উদ্যোগী হল আগরতলা পুলিশ। বলা হয়েছে, আগামী 1 লা আগস্ট রবিবার কর্মীদের মধ্যে থেকে দুজনকে ডেকে পাঠানো হয়েছে। সে ক্ষেত্রে হাজিরা না দিলে জোর করে তাঁদেরকে ধরে নিয়ে যাওয়া হবে বলেও জানা গিয়েছে। আজকে আইপ্যাক কর্মীদের তলব করে আগরতলা পুলিশের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে। আর সেখানে বলা হয়েছে নির্ধারিত দিনে উল্লেখ্যকে হাজিরা দিতেই হবে। ব্যক্তিগতভাবে জিজ্ঞাসাবাদ করা হলে তার উত্তর দিতে হবে। নথিপত্র থাকলে সেগুলো জমা করতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

হাজিরা না দিলে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে কী কারণে কোন অপরাধে আইপ্যাকের টিম মেম্বারদের বিরুদ্ধে তদন্ত শুরু হচ্ছে, তা সম্পর্কে কিছুই জানায়নি আগরতলা পুলিশ। শুধুমাত্র করোনা বিধি লঙ্ঘনের অভিযোগ এনেছে তাঁরা। যদিও বিপ্লব দেব সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, কোভিড সতর্কতার জন্যই হোটেলে আটকে রাখা হয়েছে আইপ্যাক টিম মেম্বারদের। কিন্তু বিপ্লব দেব সরকারের এই কথা উড়িয়ে দিয়ে তৃণমূলের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই ঘটনা ঘটেছে।

অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আইপ্যাক কর্মীদের ছাড়িয়ে আনতে বুধবারই আগরতলা গিয়েছেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু, মলয় ঘটক এবং তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দর থেকে সোজা হোটেলে গিয়ে আইপ্যাকের টিম মেম্বারদের সঙ্গে দেখা করতে গেলে তাঁদেরকে পুলিশের বাধার মুখে পড়তে হয়। এই পরিস্থিতিতে উত্তেজনা ক্রমশ বাড়ছে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি ত্রিপুরায় তৃণমূল এবং বিজেপির চাপানউতোর তুঙ্গে এই ঘটনার সূত্রে। এই পরিস্থিতিতে আইপ্যাকের টিম মেম্বারদের ছাড়ানোর জন্য এবার কি ব্যবস্থা গ্রহণ করবে তৃণমূল, সে দিকেই নজর সবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!