এখন পড়ছেন
হোম > জাতীয় > ত্রিপুরায় হবে মানুষের মহাজোট, দাবী তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের

ত্রিপুরায় হবে মানুষের মহাজোট, দাবী তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট 24 এর লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের লক্ষ্য বিভিন্ন রাজ্যে নিজেদের সংগঠন বাড়ানো। আর সে জায়গায় তৃণমূলের প্রথম লক্ষ্য পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ত্রিপুরা। বর্তমানে সেখানে বিজেপির শাসন চলছে। কিন্তু আগামী দিনে বিধানসভা নির্বাচনে ত্রিপুরা থেকে বিজেপিকে সরাতে এবার উঠে পড়ে লেগেছে ঘাসফুল শিবির। ইতিমধ্যেই ত্রিপুরায় পৌঁছে গিয়েছে তৃণমূলের স্ট্র্যাটেজি টিম আইপ্যাক। তারপর থেকেই ত্রিপুরায় বেড়েছে রাজনৈতিক চাঞ্চল্য। একের পর এক তৃণমূল নেতা-নেত্রীদের ভিড় দেখা যাচ্ছে সেখানে। তৃণমূলের যুব নেতা নেত্রীরা ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন ত্রিপুরায়।

আর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ত্রিপুরায় পৌঁছে গেছেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি ত্রিপুরা পৌঁছানোর আগেই বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন এবং তুমুল সমালোচনা চালান বিজেপির। কুণাল ঘোষ দাবি করেন, এবার ত্রিপুরার সরকার গড়বে অবশ্যই তৃণমূল। কার্যত দলবদল এক্ষেত্রে কোনো প্রভাব ফেলবেনা বলেই দাবি করেছেন তিনি। কার্যত কুণাল ঘোষের মত, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ত্রিপুরায় মানুষ মহাজোট করছে গেরুয়া শিবিরের বিরুদ্ধে। পাশাপাশি আরও একটি টুইট করে ছবি দিয়েছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেখানে দেখা যাচ্ছে, তার সঙ্গে নমঃশূদ্র বিকাশ পরিষদ এবং উদ্বাস্তু সংগঠনের সঙ্গে বিধানসভা কেন্দ্রওয়াড়ি বৈঠক করছেন তিনি। এ প্রসঙ্গে কুণাল ঘোষ জানান, নমঃশূদ্র এবং উদ্বাস্তু সংগঠন বরাবরই অবহেলিত ত্রিপুরায়। কোন বড় দায়িত্ব তাঁরা কোন সময় পায়না। একইসাথে বাংলার মতন সেখানে কোনো উন্নয়ন বোর্ড নেই বলেও জানিয়েছেন তিনি। আর তাই বুথভিত্তিক সংগঠনের ভিত্তিতে মানুষের মহাজোট হবে বলে দাবী করেন তৃণমূলের সাধারণ সম্পাদক। সংগঠনকে মজবুত করতে ইতিমধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করতে শুরু করে দিয়েছেন কুণাল ঘোষ। একুশের বিধানসভা নির্বাচনে বাংলায় জয় পাওয়ার পর থেকেই কার্যত সাংগঠনিক জোর বাড়াতে তৃণমূল কংগ্রেস উঠে-পড়ে লেগেছে।

আর সেক্ষেত্রে ত্রিপুরাকেই তাঁরা বেছে নিয়েছে। 2018 সালে বাম জমানার অবসান করে ত্রিপুরায় ক্ষমতায় বসে বিজেপি। আর বিজেপি সরকারকে উৎখাত করে তৃণমূল ক্ষমতা দখল করতে চাইছে। তবে এক্ষেত্রে বিজেপিকে সরাতে বাম সিপিএমকে একজোট হওয়ার ডাক দিয়েছে তৃণমূল নেতৃত্ব। 2023 এ ত্রিপুরা বিধানসভা নির্বাচন। কার্যত তার আগে যেভাবে তৃণমূল একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে, তা যথেষ্ট উল্লেখযোগ্য বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে ত্রিপুরায় বিজেপি সরকার এত সহজে তৃণমূলকে জমি ছেড়ে দেবেনা। আর তা বোঝা গেছে সাম্প্রতিককালের বেশ কয়েকটি ঘটনা ঘিরে। আপাতত দু দলই রণসাজে সজ্জিত হচ্ছে। লড়াই হবে 23 এর বিধানসভা নির্বাচনে, ত্রিপুরার মাটিতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!