এখন পড়ছেন
হোম > জাতীয় > ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে ব্যবহার করতে শুরু করল সোশ্যাল মিডিয়া

ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে ব্যবহার করতে শুরু করল সোশ্যাল মিডিয়া


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজনীতির জগতে সোশ্যাল মিডিয়া এখন বড় জায়গা করে নিয়েছে। কার্যত সোশ্যাল মিডিয়ার হাত ধরে প্রায় সব রাজনৈতিক নেতা নিজেদের সক্রিয় রেখেছেন। অন্যদিকে তৃণমূল-বিজেপি বিরোধিতার সূত্রে সোশ্যাল মিডিয়া  উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে। এ রাজ্যে একুশের বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে তুলেছিল তৃণমূল, ঠিক সেই আঙ্গিকে এবার ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিজেপি বিরোধিতা বাড়িয়ে তুলতে চায় তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে সমস্ত পরিকল্পনা তৈরী হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ত্রিপুরায় সংগঠন বাড়ানোর জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে নির্দেশ গিয়েছে।

আর সেই লক্ষ্যেই তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়ান ত্রিপুরা থেকে জানিয়ে দিলেন, সম্প্রতি ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চালু হয়েছে একটি টুইটার হ্যান্ডেল “AITC4TRIPURA”। একই সঙ্গে থাকছে একটি ফেসবুক পেজ। আগামী দিনে এই দুই সোশ্যাল মিডিয়ার পেজ থেকে ত্রিপুরা তৃণমূলের পক্ষ থেকে যাবতীয় তথ্য দেওয়া হবে। কার্যত করোনা পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় সভা ও মিছিল করা সম্ভব হবেনা। তাই মানুষের নিত্যদিনের ইস্যুকে সামনে এনে কেন্দ্রীয় সরকারকে কিংবা ত্রিপুরা সরকারকে আক্রমণ করার জন্য এবার বেছে নেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়া। পাশাপাশি শক্তিশালী করা হচ্ছে তৃণমূলের সোশ্যাল মিডিয়া ইউনিট, যারা কেন্দ্র এবং ত্রিপুরায় বিভিন্ন ইস্যুতে গঠনমূলক আলোচনা করবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞদের মতে, ভার্চুয়াল রাস্তা বেছে নেওয়ার কারণ বর্তমানে বেশীরভাগ মানুষ সোশ্যাল মিডিয়ার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। একই সাথে ফেসবুক এবং টুইটার নিয়ে এখন সব মানুষের মধ্যেই আগ্রহ বাড়ছে। অন্যদিকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খুব তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছে যাওয়া যাবে। এবার ত্রিপুরায় সংগঠন বাড়াতে ইতিমধ্যেই তৃণমূলকে সাহায্য করতে পৌঁছে গেছে আইপ্যাক টিম। কার্যত মানুষের স্বার্থে মানুষের পাশে দাঁড়াতে হবে এটাই হচ্ছে তৃণমূল নেতৃত্বের মূলকথা। আর সেই অনুযায়ী ঐক্যবদ্ধভাবে উন্নয়নের পথে এগিয়ে যাওয়াকে লক্ষ্য রেখে ত্রিপুরায় ঝাঁপিয়ে পড়ছে তৃণমূল কংগ্রেস।

ত্রিপুরার সংগঠনের দায়িত্ব যেমন কাঁধে তুলে নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তেমনি 2024 এর লোকসভা ভোটের আগে দলের সংগঠনকে আরো শক্ত পোক্ত করার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই লক্ষ্যে এবার জানা যাচ্ছে, ত্রিপুরার যুব তৃণমূল কর্মীরা, নেতা-নেত্রীরা ঝাঁপিয়ে পড়তে চলেছে। আপাতত ত্রিপুরার সমস্ত তথ্য টুইটার বা ফেসবুকে দেওয়ার জন্য শীর্ষ নেতৃত্বের তরফ থেকে নির্দেশ এসেছে ত্রিপুরা তৃণমূল কর্মীদের কাছে। ওয়াকিবহাল মহলের নজর ত্রিপুরার মতো জায়গায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তৃণমূল কতটা জমি দখল করতে পারে। কার্যত ত্রিপুরায় কিন্তু বিজেপির শাসন শাসনকে একেবারে উৎখাত করে ফেলা তৃণমূলের পক্ষে কিন্তু অনেকটাই চাপের বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!