এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃতীয় ঢেউ আটকাতে মহাপরিকল্পনা মমতার, গুরুত্বপূর্ণ বৈঠক ঘিরে জল্পনা!

তৃতীয় ঢেউ আটকাতে মহাপরিকল্পনা মমতার, গুরুত্বপূর্ণ বৈঠক ঘিরে জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- তৃতীয় ঢেউ আসার পরে ব্যবস্থা নেওয়া নয়। বরঞ্চ আগে থেকেই কিভাবে তৃতীয় ঢেউকে আটকানো যায়, তার জন্য এবার পরিকল্পনা শুরু করে দিল রাজ্য সরকার। বলা বাহুল্য, করোনার প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের পর এবার তৃতীয় ঢেউ আসতে পারে বলে মনে করা হচ্ছে। তাই লাগাতারভাবে করোনা ভাইরাসের সঙ্গেই যদি লড়াই করতে হয়, তাহলে অন্যান্য কাজকর্ম কিভাবে চলবে, এখন এটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যেই দ্বিতীয় ঢেউকে দমন করেছে রাজ্য সরকার।

আক্রান্ত থেকে শুরু করে মৃত্যুর সংখ্যা অনেকটাই কমে এসেছেঋ তাই এই পরিস্থিতিতে তৃতীয় ঢেউ আসার আগে যাতে কোনোভাবেই হালকা পরিস্থিতি তৈরি না হয় এবং কিভাবে সেই তৃতীয় দফার ভাইরাসকে আটকানো যায়, তার জন্য এবার বৈঠকে বসতে চলেছে রাজ্য সরকার। আর সেই বৈঠক থেকেই একগুচ্ছ সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

সূত্রের খবর, বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। আর তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে করোনা নিয়ে আগামী আগস্ট মাসের 5 তারিখে গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ডের বৈঠক হবে বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে বোর্ডের চেয়ারম্যান বিশিষ্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন বলে খবর। অর্থাৎ আগামী দিনে কিভাবে এই ভয়াবহ অতিমারিকে আটকানো যায় এবং তৃতীয় ঢেউকে কিভাবে রক্ষা পাওয়া যায়, এখন এটাই বড় চ্যালেঞ্জ রাজ্য সরকারের কাছে। আর রাজ্যের পক্ষ থেকে আগাম তৃতীয় ঢেউকে আটকানোর জন্য এই পরিকল্পনাকে স্বাগত জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলতে শুরু করেছেন, এর আগে নির্বাচন চলার সময় দ্বিতীয় ঢেউ পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিল। যা ভয়াবহ আকার ধারণ করে। পরবর্তীতে রাজ্যের ক্ষমতা তৃতীয়বার দখল করার পরেই শক্ত হাতে সেই করোনা ভাইরাস দমন করার কথা জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছ বিধি-নিষেধ জারি করার সিদ্ধান্ত নেন তিনি। আর সেই বিধি-নিষেধ জারি করার ফলে পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণের মুখে চলে এসেছে। তবে এখন থেকে যদি রাশ আবার আলাদা করে দেওয়া হয়, তাহলে তৃতীয় ঢেউয়ের আছড়ে পড়ার সম্ভাবনা অবশ্যম্ভাবী।

তাই সেই ভবিষ্যতের কথা মাথায় রেখে এখন থেকেই প্রস্তুতি নিতে তৎপর রাজ্য প্রশাসন। আর সেই কারণেই মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করে আগামী আগস্ট মাসের 5 তারিখে তৃতীয় ঢেউকে আটকানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে নেওয়া হল বড় সিদ্ধান্ত। তবে এই বৈঠক থেকে তৃতীয় ঢেউকে আটকানোর জন্য সরকারের পক্ষ থেকে কি সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!