এখন পড়ছেন
হোম > রাজ্য > তৃতীয় ঢেউয়ের আশঙ্কা! পুজোর মুখে ফের রাজ্যে বিধি-নিষেধ, জেনে নিন!

তৃতীয় ঢেউয়ের আশঙ্কা! পুজোর মুখে ফের রাজ্যে বিধি-নিষেধ, জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের পর তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তবে বাংলায় করোনা পরিস্থিতি অনেকটাই আয়ত্তের মধ্যে রয়েছে। দিনকে দিন আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে। তবে তা সত্বেও সামনে যেহেতু শারদ উৎসব রয়েছে, তাই এখন কোনোরকম রিস্ক নিতে চাইছে না রাজ্য সরকার। লকডাউন না হলেও বিভিন্ন ক্ষেত্র খুলে দিয়ে বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। কিন্তু কবে সম্পূর্ণরূপে বিধিনিষেধ তুলে দেওয়া হবে, সেটা নিয়েই মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছিল। পুজোর মধ্যেও কি এই বিধি-নিষেধ বহাল থাকবে, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। আর তার মাঝেই এবার ফের রাজ্যে বৃদ্ধি করা হলো বিধিনিষেধের মেয়াদ।

সূত্রের খবর, এদিন রাজ্যের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে বিধিনিষেধের মেয়াদ বৃদ্ধি করার কথা জানিয়ে দেওয়া হয়। যেখানে 15 সেপ্টেম্বর থেকে আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে বিধি-নিষেধ বহাল থাকবে বলে জানিয়ে দেয় রাজ্য সরকার। পাশাপাশি যে সমস্ত ক্ষেত্র খুলে দেওয়া হয়েছে, সেই সমস্ত ক্ষেত্র যেমন সচল থাকবে, ঠিক তেমনই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকবে বলে জানা গেছে। অর্থাৎ এখনই লোকাল ট্রেন চালুর ক্ষেত্রে কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না রাজ্য। এক্ষেত্রে তৃতীয় ঢেউয়ের গতিবিধি দেখেই রাজ্যের পক্ষ থেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেই মনে করছেন একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের মতে, সামনেই শারদ উৎসব। তাই পুজোতে এমনিতেই জনসমাগম হবে। কিন্তু তার আগে যদি বিধি-নিষেধ সম্পূর্ণরূপে তুলে দেওয়া হয়, তাহলে তৃতীয় ঢেউ অনায়াসেই প্রবেশ করতে পারে। তাই এই ব্যাপারে রাজ্যের পক্ষ থেকে বিধি-নিষেধের মেয়াদ বাড়িয়ে দেওয়া হল। তবে আগামী 30 সেপ্টেম্বরের পর সম্পূর্ণরূপে এই বিধিনিষেধ তুলে দেওয়া হয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!