এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > তৃতীয় এবং চতুর্থ দফার প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির, জেনে নিন

তৃতীয় এবং চতুর্থ দফার প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রার্থী তালিকা ঘোষণার দিক থেকে অনেকটাই এগিয়ে তৃণমূল কংগ্রেস। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সাত দিনের মাথায় রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করে রীতিমত মাস্টারস্ট্রোক দেন তৃনমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হলেও, যে বিজেপি বাংলা দখলের জন্য এত উদগ্রীব, সেই বিজেপি কেন পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করতে পারছে না, তা নিয়ে নানা মহলে তৈরি হয় প্রশ্ন।

এমনকি তৃণমূলের পক্ষ থেকে এই ব্যাপারে বিজেপিকে কটাক্ষ করে বলা হয়, আসলে তৃণমূলের টিকিট না পেয়ে বিজেপিতে যাবে। তাদেরকে বিজেপি টিকিট দেবে। আর সেই কারণেই তারা প্রার্থী তালিকা ঘোষণা করতে এত অপেক্ষা করছে। কিন্তু বিজেপির পক্ষ থেকে বরাবর দাবি করা হয়েছে, তারা সাংগঠনিক এবং শৃঙ্খলা পরায়ন দল। তাদের দলে এভাবে প্রার্থী তালিকা স্থির করা হয় না। কেন্দ্র এবং রাজ্য স্তরের নেতারা আলোচনায় বসে প্রার্থী তালিকা ঘোষণা করে।

অবশেষে প্রথম এবং দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণার পর এবার দিনভর আলোচনার পর তৃতীয় এবং চতুর্থ দফার ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি। সূত্রের খবর, আজ বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। মূলত বিজেপির পক্ষ থেকে তৃতীয় এবং চতুর্থ দফার ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। জানা গেছে, এদিন বিজেপির পক্ষ থেকে প্রায় 63 টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। সব মিলিয়ে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের 294 টি বিধানসভা কেন্দ্রের মধ্যে বিজেপি 122 টি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বলা বাহুল্য, বিজেপি প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ দফায় প্রার্থী তালিকায় যথেষ্ট চমক রেখেছে। এক্ষেত্রে কিছুদিন আগেই তাদের দলে যোগদান কারী যশ দাশগুপ্ত থেকে শুরু করে পায়েল সরকার, কিংবদন্তি সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত থেকে শুরু করে বাংলার বুদ্ধিজীবী সমাজের মুখ তথা রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তের মত ব্যক্তিত্বদের। শুধু তাই নয়, কিছুদিন আগেই প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য যোগ দিয়েছিলেন ভারতীয় জনতা পার্টিতে।

এদিন কার্যত তার ওপর আস্থা রেখেই মাষ্টারমশাইকে সিঙ্গুরে প্রার্থী করেছে পদ্মফুল শিবির। তবে চার দফার ভোটের প্রার্থী ঘোষণা করেই কেন বিজেপি ক্ষান্ত থাকছে? কেন চটজলদি তৃণমূলের মত তারা প্রার্থী ঘোষনা করতে পারছে না! এখন সেটাই অনেকের কাছে বড় হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করার পর পরবর্তী তালিকা কবে বিজেপির পক্ষ থেকে ঘোষণা করা হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!