এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়েই প্রথম ঝাড়গ্রাম সফরে বাজিমাত মমতার, জেনে নিন!

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়েই প্রথম ঝাড়গ্রাম সফরে বাজিমাত মমতার, জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  গত লোকসভা নির্বাচনে জঙ্গলমহলের জঙ্গলের ফলাফল খুব একটা ভালো হয়নি। তবে সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে জঙ্গলমহলের মানুষের সিংহভাগ সমর্থন দিয়েছে তৃণমূল কংগ্রেসের দিকে। আর তাতেই উজ্জীবিত হয়ে উঠেছেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী ফল প্রকাশের পর তৃতীয়বার রাজ্যের ক্ষমতা দখল করার পর বারবার রাজ্যবাসীকে কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি নারী শক্তির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন তৃণমূল নেত্রী। আর মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নেওয়ার পর প্রথম ঝাড়গ্রাম সফরে গিয়ে আদিবাসী সমাজকে রীতিমত আপন করে নিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে আদিবাসী উৎসবে শামিল হয়ে আদিবাসী সমাজের সঙ্গে ধামসা-মাদল বাজাতে দেখা গেল তাকে।

সূত্রের খবর, এদিন আদিবাসী দিবস উপলক্ষে ঝাড়গ্রামে একটি সরকারি অনুষ্ঠানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই অনুষ্ঠানেই আদিবাসী মহিলাদের সঙ্গে পায়ে পা মেলাতে দেখা যায় তাকে। পাশাপাশি জঙ্গলমহল এবং ঝাড়গ্রামের মানুষ যে তার অত্যন্ত আপন, সেই কথাও নিজের বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “জঙ্গলমহলের জন্য অনেক করেছি। আপনারা আমাদের পাশে থাকুন। উন্নয়ন আরও হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলে জঙ্গলমহলের মানুষের সমর্থন নিজেদের দিকে রাখার চেষ্টা করলেন। কেননা এখন বাংলার বাইরে সংগঠনকে বিস্তার করতে গিয়ে বাংলাকে মডেল হিসেবে তুলে ধরছে তৃণমূল কংগ্রেস। তাই এই পরিস্থিতিতে জঙ্গলমহলের উন্নয়নে যে তার সরকারের ভূমিকা রয়েছে, সেই কথা তুলে ধরে জঙ্গলমহলের মানুষের সঙ্গে নিজেকে একাত্ম করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

পর্যবেক্ষকদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় এই আদিবাসী উৎসবে উপস্থিত হয়ে জঙ্গলমহলের মানুষকে আরও আপন করে নিতে চাইলেন। পাশাপাশি তিনি গত বিধানসভা নির্বাচনে যেভাবে তার দলের প্রতি সাধারন মানুষ আস্থা দেখিয়েছেন, তার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করলেন। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে নিজেকে আদিবাসী সমাজের পাশে থাকার মানুষ হিসেবে পরিচয় দিয়ে মন জয়ের চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!