এখন পড়ছেন
হোম > জাতীয় > তৃতীয় ঢেউ নিয়ে উদ্বেগ! একাধিক রাজ্যের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মোদী!

তৃতীয় ঢেউ নিয়ে উদ্বেগ! একাধিক রাজ্যের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মোদী!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  দ্বিতীয় ঢেউয়ের পর করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। যাকে সামাল দিতে রীতিমতো তৎপরতা অবলম্বন করছে গোটা দেশ। এখন থেকেই দ্বিতীয় ঢেউকে বিলীন করতে যাতে কোনরকম হালকা পদক্ষেপ নেওয়া না হয়, তার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে রাজ্যগুলোকে চিঠি পাঠানো হয়েছে। আর এই পরিস্থিতিতে দেশের কয়েকটি রাজ্যে করোনা সংক্রমণ বাড়তে থাকায় সেই রাজ্যগুলির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ আক্রান্তের সংখ্যা যে সমস্ত রাজ্যের বৃদ্ধি পেতে শুরু করেছে, সেখানে যাতে এখন থেকেই কড়া হাতে পরিস্থিতি দমন করা যায়, তার জন্যই সংক্রমণ বৃদ্ধি হওয়া রাজ্যগুলোকে নিয়ে বৈঠকে বসে পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেন প্রধানমন্ত্রী বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, এদিন তামিলনাড়ু, অন্ধপ্রদেশ, কর্নাটক,‌ ওড়িশা, মহারাষ্ট্র এবং কেরলের করোনা পরিস্থিতি নিয়ে একটি বৈঠক করেন প্রধানমন্ত্রী। যেখানে বৈঠকে কনটেইনমেন্ট জোনের উপর বেশি করে জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি করোনা ভাইরাস এখন থেকে বৃদ্ধি পেতে শুরু করলে তা যাতে প্রথমেই আটকে দেওয়া যায়, সেই বিষয়টিও বৈঠকে তুলে ধরেছেন নরেন্দ্র মোদী। অর্থাৎ প্রথম বা দ্বিতীয় ঢেউয়ের মতো এই ঊর্ধ্বমুখী পরিস্থিতিকে যে কোনোমতেই সময় দেওয়া যাবে না, তা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়া সংক্রমনের পরিপ্রেক্ষিতে রাজ্যকে নিয়ে বৈঠকের মধ্যে দিয়ে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞদের একাংশ বলছেন, এর আগে করোনার প্রথম ঢেউয়ের পর দ্বিতীয় ঢেউ আসার সময় কেন্দ্রের বিজেপি সরকারের গাফিলতির প্রসঙ্গ তুলে ধরে কটাক্ষ শুরু করেছিলেন একাংশ। যার জেরে করোনা পরিস্থিতি সামলাতে বিজেপি সরকার যে সম্পূর্ণরূপে ব্যর্থ, সেই অভিযোগ করতে শুরু করে। স্বাভাবিকভাবেই ব্যাপক চাপে পড়ে যায় কেন্দ্রের নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এনডিএ সরকার। আর এই পরিস্থিতিতে তৃতীয় ঢেউ আসার যখন আশঙ্কা করা হচ্ছে, তখন যাতে কোনোমতেই তার দুর্বলতা নিয়ে পরিস্থিতি বেগতিক হতে না পারে, তার জন্য আগেভাগেই করোনা সংক্রমণে ঊর্ধ্বমুখী রাজ্যগুলোকে নিয়ে বৈঠক করে এখন থেকেই শক্ত হাতে লাগান দেওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!