এখন পড়ছেন
হোম > জাতীয় > তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে প্রথম দিল্লি সফর মমতার, মোদীর সঙ্গে সাক্ষাৎ ঘিরে জল্পনা!

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে প্রথম দিল্লি সফর মমতার, মোদীর সঙ্গে সাক্ষাৎ ঘিরে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বিজেপির সঙ্গে ব্যাপক লড়াই দিয়ে, বলা ভালো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে লড়াই দিয়ে তৃতীয়বারের জন্য রাজ্যের ক্ষমতা দখল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস। তবে বাংলার ক্ষমতায় আসার পরেই আগেকার মতো আবারও কেন্দ্রের বিরুদ্ধে বিমাতৃসুলভ আচারণ অভিযোগ তুলেছেন তিনি। শুধু তাই নয়, বাংলা দখল করার পর আগামী দিনে 2024 সালে দিল্লি দখল যে তার প্রধান টার্গেট, তা সাংগঠনিক একাধিক সিদ্ধান্তের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। দলকে সর্বভারতীয় ক্ষেত্রে বিস্তৃতি লাভের একাধিক উদ্যোগ নিতে দেখা গিয়েছে তাকে। আর এই পরিস্থিতিতে এবার তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম দিল্লি যাচ্ছেন বাংলার প্রশাসনিক প্রধান। স্বাভাবিকভাবেই তার দিল্লি সফরকে কেন্দ্র করে রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে।

সূত্রের খবর, আগামী 25 জুলাই দিল্লি সফর করছেন বাংলার মুখ্যমন্ত্রী। যেখানে পাঁচদিন অর্থাৎ 30 জুলাই পর্যন্ত দিল্লিতে থাকার কথা রয়েছে তার। আর এক টানা পাঁচদিন তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিল্লি সফর নিয়ে নানা মহলে তৈরি হয়েছে কৌতূহল। অনেকে বলছেন, দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে রাজ্যের বকেয়া দেনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করতে পারেন তিনি‌।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার অনেকে বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর সম্পূর্ণরূপে রাজনৈতিক হতে চলেছে। এখন তার প্রধান লক্ষ্য, দিল্লিতে বিজেপিকে চাপে ফেলা। আর সেই কারণেই একাধিক বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতা-নেত্রীদের সঙ্গে আলোচনা করতে এবং বিরোধী মহাজোটের সলতে পাকাতে মমতা বন্দ্যোপাধ্যায় এই দিল্লি সফর করছেন। তবে যে কোনো কারণেই হোক, বাংলার মুখ্যমন্ত্রীর এই দিল্লি সফরকে কেন্দ্র করে এবার রাজনৈতিক মহলে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

পর্যবেক্ষকদের মতে, বাংলার মুখ্যমন্ত্রী হলেও, মমতা বন্দ্যোপাধ্যায় এখন দলকে প্রতিষ্ঠা করতে সর্বভারতীয় রাজনীতির দিকে বেশি মনোযোগী হতে শুরু করেছেন। প্রশাসনিক হোক বা রাজনৈতিক, বিভিন্ন দিক দিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বাড়িয়ে দিচ্ছেন তিনি। সেদিক থেকে তৃতীয়বার বিজেপির ব্যাপক লক্ষ্য থাকা সত্ত্বেও, যেভাবে জয় ছিনিয়ে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন, তা বিজেপি বিরোধী রাজনৈতিক দলের কাছে যথেষ্ট প্রশংসার যোগ্য হয়ে দাঁড়িয়েছে।

অনেকেই দাবি করতে শুরু করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মুখ, যিনি বিজেপির বিরুদ্ধে জোর লড়াই দিতে পারেন। তাই এই পরিস্থিতিতে ধীরে ধীরে সর্বভারতীয় রাজনীতিতে আবার গ্রহণযোগ্য হয়ে ওঠা মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী দিল্লি সফর করার উদ্যোগ নেওয়াতে জল্পনা বাড়তে শুরু করেছে রাজনৈতিক মহলে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!