এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃতীয় ঢেউ মোকাবিলায় বাড়তি ব্যবস্থা মমতা প্রশাসনের, স্বাগত জানাচ্ছেন চিকিৎসকরা!

তৃতীয় ঢেউ মোকাবিলায় বাড়তি ব্যবস্থা মমতা প্রশাসনের, স্বাগত জানাচ্ছেন চিকিৎসকরা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  তৃতীয়বার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যের ক্ষমতা দখল করার পরেই করোনা ভাইরাসের সঙ্গে লড়াই দিতে হয়েছে তৃণমূল সরকারকে। ক্ষমতায় আসার পর তাদের প্রধান চ্যালেঞ্জ করোনা ভাইরাসকে সামাল দেওয়া বলে জানিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো করে মন্ত্রিসভার প্রথম বৈঠকে করোনা ভাইরাস আটকানোর জন্য একগুচ্ছ বিধি-নিষেধ জারি করার সিদ্ধান্ত নিয়েছিল সরকার‌। ধীরে ধীরে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ অনেকটাই আয়ত্তের মধ্যে চলে এসেছে। আর এই পরিস্থিতিতে এবার তৃতীয় ঢেউকে সামাল দেওয়ার জন্য আগে থেকেই ব্যবস্থা নিতে শুরু করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

ইতিমধ্যেই বিশেষজ্ঞদের একাংশ আশঙ্কা করছেন, খুব তাড়াতাড়ি তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে। যা প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের থেকে আরও ভয়াবহ হবে বলেই মনে করা হচ্ছে। তাই এই পরিস্থিতিতে রাজ্য বাজেট এর করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ মোকাবিলার জন্য 1 হাজার 830 কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। স্বাভাবিকভাবেই আগের থেকে তৃতীয় ঢেউকে আটকাতে সরকারের পক্ষ থেকে বাজেটে করোনা ভাইরাস মোকাবিলার জন্য এই বন্দোবস্তকে স্বাগত জানাচ্ছেন বিশেষজ্ঞ থেকে শুরু করে চিকিৎসকরা। কেননা এই করোনা ভাইরাসের জন্য মানুষের অর্থনৈতিক মেরুদণ্ড থেকে শুরু করে রুজিরুটি কার্যত চ্যালেঞ্জের মুখে পড়ে গিয়েছে। বিভিন্ন ক্ষেত্র ঠিকমতো সচল হতে পারছে না। তাই এই পরিস্থিতিতে সেই মহামারীকে আটকানোই এখন প্রধান চ্যালেঞ্জ রাজ্য সরকারের কাছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, বুধবার রাজ্য বিধানসভায় রাজ্য বাজেট পেশ করা হয়। আর সেখানেই দেখা যায়, করোনা মোকাবিলায় 1 হাজার 830 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। একাংশ বলছেন, করোনা ভাইরাসের ‌তৃতীয় ঢেউ আরও বেশি মারাত্মক হতে পারে। কেননা এই ঢেউয়ে সবথেকে বেশি আক্রান্ত হতে পারেন শিশুরা। তাই এখন থেকেই হাসপাতাল পরিকাঠামো থেকে শুরু করে শিশুদের সচেতনতার ক্ষেত্রে যাতে মায়েদের জন্য বাড়তি ব্যবস্থা নেওয়া যায়, তার জন্যই সরকারের পক্ষ থেকে এই প্রস্তুতি নেওয়া হচ্ছে। অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের মত তৃতীয় ঢেউ যাতে অত্যাধিক হানিকারক না হয়, তার জন্যই সরকারের পক্ষ থেকে আগেভাগে এই ব্যবস্থা গ্রহণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

পর্যবেক্ষকদের মতে, বাংলায় দ্বিতীয় ঢেউ ভয়াবহ আকার ধারণ করেছিল নির্বাচনের কারণে। রাজ্য বাজেট বক্তৃতায় সেই কথা তুলে ধরেছে তৃণমূল সরকার। অর্থাৎ কমিশনের পক্ষ থেকে লাগাতার নির্বাচন করার কারণেই যে বাংলায় ভয়াবহভাবে দ্বিতীয় ঢেউ মাথাচাড়া দিয়েছিল, তা বাজেট বক্তৃতার মধ্যে দিয়ে তুলে ধরেছে তৃণমূল কংগ্রেস। তবে বর্তমানে রাজ্যে তৃণমূল সরকার রয়েছে। তাই এই পরিস্থিতিতে তৃতীয় ঢেউ যদি মারাত্মক আকার ধারণ করে, তাহলে বিরোধীরা সরকারকে ছেড়ে কথা বলবে না।

তাই রাজ্য বাজেটে এই ব্যাপারে বরাদ্দ করার কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে বিরোধীরা যাতে পরবর্তীতে সরকারকে এই ব্যাপারে চেপে ধরতে না পারে এবং সরকারের পক্ষ থেকে যে সচেতনতা বজায় আছে, সেই বিষয়টি স্পষ্ট ভাবে তুলে ধরার জন্যই তৃণমূল সরকারের এই উদ্যোগ বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। অর্থাৎ দ্বিতীয় ঢেউকে বিলীন করার পর এবার তৃতীয় ঢেউকে আটকাতে আগাম প্রস্তুতি নিল তৃণমূল সরকার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!