এখন পড়ছেন
হোম > অন্যান্য > তৃতীয় ঢেউয়ের ভ্রুকুটির পাশাপাশি বায়ু-বাহিত হওয়ার ইঙ্গিত! করোনার কালো মেঘে ছারখার হবে সব?

তৃতীয় ঢেউয়ের ভ্রুকুটির পাশাপাশি বায়ু-বাহিত হওয়ার ইঙ্গিত! করোনার কালো মেঘে ছারখার হবে সব?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুধুমাত্র ভারতবর্ষেই নয়, সারা বিশ্বকে তছনছ করে দিয়েছে মারণ ব্যাধি করোনা। বিশ্বকে একেবারে ছারখার করে দিচ্ছে এই মারণ ব্যাধি। সংক্রমণ যেমন তীব্রভাবে বাড়ছে, তেমনি দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এই পরিস্থিতিতে করোনা নিয়ে আরও এক ভয়াবহ আশঙ্কার কথা শোনালেন বিজ্ঞানীরা।

মার্কিন যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানীর গবেষণায় বেরিয়ে এসেছে যে, বাতাসের মাধ্যমে করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। ইতিপূর্বেও একাধিক বিজ্ঞানী এই আশঙ্কা করেছিলেন, কিন্তু তখন তা অনেকেই মেনে নেননি। কিন্তু সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, বাতাসের মাধ্যমে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে। করোনাভাইরাস যদি বায়ুবাহিত না হতো, তবে বিশ্বজুড়ে এভাবে সংক্রমণ বাড়তে পারতো না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, করোনা সংক্রামিত কোন মানুষের এক মিটারের মধ্যে যদি অন্য কেউ আসেন, তবে করোনা সংক্রামিত হতে পারেন তিনি। করোনা আক্রান্ত ব্যক্তির নাক-মুখের সংস্পর্শে এলে করোনার সংক্রমণ ঘটায় যথেষ্ট সম্ভাবনা রয়েছে। শ্রীলংকার বেশ কিছু গবেষকও এই বিষয়টি মেনে নিয়েছেন। শ্রীলংকার একদল গবেষক জানাচ্ছেন, করোনার নতুন স্টেন বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ছে। যা এক ঘণ্টার মধ্যে বাতাসে ছড়িয়ে পড়ে বহু মানুষকে আক্রান্ত করে দেবার ক্ষমতা রাখে। এ কারণেই মাস্ক, স্যানিটাইজার ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছেন তাঁরা।

অন্যদিকে, সম্প্রতি কানপুর আইআইটির একদল বিশেষজ্ঞ ও গবেষকেরা জানিয়েছেন যে, চলতি মাসের প্রথম সপ্তাহে করোনার প্রভাব সর্বাধিক থাকবে। তারপর থেকে সংক্রমণ কমে আসতে শুরু করবে। মহারাষ্ট্র, দিল্লি, গুজরাট, পশ্চিমবঙ্গ সম্প্রতি সর্বোচ্চ সংক্রামক অবস্থানে রয়েছে। এই রাজ্যগুলিতে ক্রমশ করোনার সংক্রমণ কমে আসতে শুরু করবে। আগামী জুলাই মাসের শেষদিকে করোনার দ্বিতীয় ঢেউ চলে যাবে। তবে, এখনই সমস্যার সমাধান হবে না।

কারণ, অক্টোবর মাসে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। করোনার তৃতীয় কতটা ভয়ঙ্কর হবে? তা অবশ্য তাঁরা জানান নি। আবার দ্বিতীয় ঢেউ আরো দীর্ঘ সময় ধরে দাপট দেখাতে পারে, এমন আশঙ্কাও রয়েছে তাদের গবেষণায়। এই পরিস্থিতিতে সকলকে করোনার ভ্যাকসিন গ্রহণ, সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক, স্যানিটাইজার ব্যবহারের বিধান দিয়েছেন তাঁরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!