এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃতীয় তৃণমূল সরকারের প্রথম বাজেট, প্রত্যাশা পূরণে পদক্ষেপ নেবে সরকার? আশায় রাজ্যবাসী!

তৃতীয় তৃণমূল সরকারের প্রথম বাজেট, প্রত্যাশা পূরণে পদক্ষেপ নেবে সরকার? আশায় রাজ্যবাসী!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয় বার বাংলার ক্ষমতা দখল করার পর আজ বাজেট পেশ করতে চলেছে তৃণমূল সরকার। স্বাভাবিকভাবেই সেই বাজেটের দিকে নজর রয়েছে গোটা রাজ্যের মানুষের। নির্বাচনী প্রতিশ্রুতিতে একাধিক বড় বড় চমক সামনে আনতে দেখা গিয়েছিল তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ইতিমধ্যেই তার বেশ কিছু পূরণের কথা বলেছেন তিনি। স্বাভাবিক ভাবেই বাকি থাকা প্রতিশ্রুতিগুলো পূরণের জন্য আজ রাজ্য বাজেটে সেই সমস্ত কথা তুলে ধরা হতে পারে। পাশাপাশি রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের বরাদ্দ বৃদ্ধি নিয়ে আশার আলো তৈরি হয়েছে। তবে এক্ষেত্রে কিছুটা হলেও চিন্তা রয়েছে। কেননা করোনা ভাইরাস সহ দুর্যোগ মোকাবিলা করতে সরকারের প্রচুর খরচ হয়েছে। তাই এই পরিস্থিতিতে বাজেটে ঢেলে বরাদ্দ করতে পারে কিনা তৃণমূল সরকার, সেটাই এখন দেখার বিষয়।

প্রসঙ্গত উল্লেখ্য, গতবছর নির্বাচন দুয়ারে কড়া নাড়ার কারণে পেশ হয়েছিল ভোট অন অ্যাকাউন্ট। যা পেশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসুস্থ থাকায় এবং গৃহবন্দি হয়ে থাকায় অর্থমন্ত্রী অমিত মিত্র তা পেশ করতে পারেননি। এবারেও রাজ্য বাজেট পেশ করতে পারছেন না অর্থমন্ত্রী। বর্তমানে তিনি করোনা ভাইরাসের কারণে গৃহবন্দি হয়ে রয়েছেন। তাই তার বদলে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই বাজেট পেশ করতে পারেন বলে মনে করা হচ্ছে। যদিও বা শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী নাকি পরিষদীয় মন্ত্রী এই বাজেট পেশ করবেন, সেটাই দেখার বিষয়। তবে তার থেকেও বেশি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যখন তৃণমূল সরকার ক্ষমতায় এসেছে, তখন মানুষকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে আজ বাজেটের মধ্যে দিয়েই একধাপ এগিয়ে যেতে পারে ঘাসফুল শিবির বলেই আশা তৈরি হয়েছে জনতার মনে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, যদি তৃণমূল সরকারের পক্ষ থেকে আজকের বাজেটে বরাদ্দ কম করা হয়, তাহলে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলে দিতে পারে বিরোধী দল বিজেপি। এক্ষেত্রে নির্বাচনী প্রতিশ্রুতির কথা তুলে ধরে কোথায় তা পূরণ হল, সেই প্রশ্ন তুলে তৃণমূল সরকারের অস্বস্তি বাড়িয়ে দিতে পারে তারা। সেদিক থেকে বাজেটে ভারসাম্য বজায় রাখাই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ ঘাসফুল শিবিরের কাছে। একদিকে অর্থনৈতিক মেরুদণ্ড বাঁচিয়ে বাজেট তৈরি করা এবং অন্যদিকে সমালোচকদের আক্রমণ থেকে বাঁচা, এই দুইয়ের উপর ভিত্তি করে কেমন হয় রাজ্য বাজেট, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!