এখন পড়ছেন
হোম > জাতীয় > হেরে গিয়ে তীব্র বিপাকে উত্তর-পূর্বের রাজনৈতিক নেতারা, শুরু হচ্ছে ‘বিচার’

হেরে গিয়ে তীব্র বিপাকে উত্তর-পূর্বের রাজনৈতিক নেতারা, শুরু হচ্ছে ‘বিচার’


আগামী ৩১ ই মার্চ দিল্লীতে নাগাল্যান্ডের বর্তমান বিরোধী দলনেতা তথা সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী, টি আর জেলিয়াং কে ডেকে পাঠালেন এনআইএ। জেলিয়াং এর বিরুদ্ধে অভিযোগ জঙ্গি সংগঠনগুলিকে সরকারি টাকা ‘সরবরাহ’। এর আগে গত ২৫ শে মার্চ কোহিমার তিন সরকারি কর্তাকে গ্রেফতার করে এনআইএ। তদন্তকারী সংস্থার দাবি অনুসারে ধৃত জঙ্গি ও সরকারি কর্তাদের জেরা করে জানা গিয়েছে, জেলিয়াংয়ের জ্ঞাতসারেই হয়েছে টাকার লেনদেন। উল্লেখ্য এর আগেও দু’বার এনআইএ জেলিয়াংকে দিল্লী ডেকে পাঠায়। এদিকে এনআইএ সূত্রে আভাস পাওয়া গেছে, হাজির না হলে তাঁকে গ্রেফতার করা হতে পারে। টি আর জেলিয়াং এর দল নাগা পিপলস ফ্রন্টের (এনপিএফ) কার্যত অভিযোগের সুরে বলছে জেলিয়াংকে ফাঁসানোর চক্রান্ত শুরু করেছে বিজেপি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সবচেয়ে আশ্চর্যের কথা হলো এনআইএর অভিযোগ পত্রে ও বিবৃতিতে সরকারি টাকা নেওয়ার তালিকায় বিভিন্ন জঙ্গি সংগঠনের নাম থাকলেও নাম নেই রাজ্যের সব থেকে প্রভাবশালী এনএসসিএন (আইএম)-এর। খাপলাং গোষ্ঠীর মুখপাত্র ইসাক সুমি জানালেন বর্তমান মুখ্যমন্ত্রী নেফিয়ু রিও ও আইএমের সম্পর্ক অনেক দিনের। তাদের সঙ্গেই শান্তি আলোচনা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। আর সেই কারণেই হয়তো এই বিশেষ খাতির। আবার অন্যদিকে মণিপুরের তিন দফার কংগ্রেসী মুখ্যমন্ত্রী ওক্রাম ইবোবি সিংহের বিরুদ্ধে নজরদারি ও দুর্নীতি দমন শাখা লোকটাক উন্নয়ন প্রকল্পে দুর্নীতির মামলা রুজু করেছে। অভিযোগ অভিযোগ, ২০০৮-২০০৯ সালে লোকটাক উন্নয়নের ক্ষেত্রে সরোবরের পানা সাফ করার জন্য বেআইনি ভাবে অনুমতি দেওয়া হয়। এরফলে গত বছর রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরেই ইম্ফল থানায় এ নিয়ে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে। এফআইআরের তালিকাভুক্ত হয়েছে তিন প্রাক্তন মুখ্যসচিবের নাম।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!