এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পঞ্চায়েত নির্বাচনের আগে রবীন্দ্রনাথ-বেচারামের তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব, সিঙ্গুরে সমস্যায় তৃণমূল

পঞ্চায়েত নির্বাচনের আগে রবীন্দ্রনাথ-বেচারামের তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব, সিঙ্গুরে সমস্যায় তৃণমূল


গত সোমবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য ও ব্লক সভাপতি বেচারাম মান্নার অনুগামীদের নিয়ে এক বৈঠকের আয়জন হয়েছিলো। বৈঠকে উপস্থিত ছিলেন হুগলী জেলা তৃণমূল সভাপতি তপন দাশগুপ্ত, দুই কার্যকরী সভাপতি অসীমা পাত্র, প্রবীর ঘোষাল ও যুব সভাপতি শান্তনু বন্দ্যোপাধ্যায় প্রমুখ নেতৃবৃন্দ। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে দলের মধ্যে দুই পক্ষের মন কষাকষি মেটাতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছিলো বলে সূত্রের খবর। উদ্যোগী ভূমিকা নিয়েছিলেন হুগলি জেলার পর্যবেক্ষক অরূপ বিশ্বাস। অরূপ বাবু এদিন হুগলী জেলায় দলের অভ্যন্তরে তৈরী হওয়া দু পক্ষকেই ১০ জন করে সাংগঠনিক সদস্যকে নিয়ে আসতে নির্দেশ দেন। কিন্তু বেচারামবাবু সিঙ্গুরের একাধিক পঞ্চায়েত প্রধান ও অনুগামীদের নিয়ে হাজির হন। এরপরে উপস্থিত হন রবীন্দ্রনাথবাবু। এদিন দলের শীর্ষ নেতৃত্বের সামনেই বিবাদ-বচসায় জড়িয়ে একে অপরের বিরুদ্ধে আক্রমন করতে শুরু করেন সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথবাবু ও হরিপালের বিধায়ক বেচারাম মান্না সহ তাঁদের অনুগামীরা।

কার্যতই এই ঘটনায় ক্ষুদ্ধ হয়ে ওঠেন পর্যবেক্ষক অরূপ বিশ্বাস। বৈঠকের শুরুতে রবীন্দ্রনাথবাবু বললেন, “আমরা বিধানসভা ভোট করতে গিয়ে দেখেছি বেচারামের অনুগামীরা রাস্তায় নেমে আমাদের বিরোধিতা করেছেন। আমাকে ভোটের সময়ে নানা ভাবে হেনস্তা করা হয়। দলের নিচুতলার কর্মীরা পরিশ্রম না করলে বেচাবাবুরা আমাকে হারিয়ে দিতেন। কিন্তু উনি সফল হননি। সিঙ্গুরের মানুষ ওকে পরাজিত করেছে।” এই কথা শুনে রীতিমতো অসন্তুষ্ট বেচারাম বাবু , রবীন্দ্রনাথ বাবুর বিরুদ্ধে অভিযোগের সুরে বলেন, মাস্টারমশাই দলবিরোধী মন্তব্য করে দলের ভাবমূর্তি নষ্ট করেছেন। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন রবীন্দ্রনাথ বাবু। এরপর দু’পক্ষের বিবাদ মেটাতে অরূপবাবু বললেন, “সামনে পঞ্চায়েত ভোট, দলনেত্রী কোনও গোষ্ঠীকোন্দল বরদাস্ত করবেন না। এই সময়ে নিজেরা গোলমাল করলে মানুষের কাছে ভুল বার্তা যাবে। তাই আপনারা এক হয়ে চলার চেষ্টা করুন। আপনারা সিঙ্গুরে একসঙ্গে মিছিল করুন।” স্থির হয় আগামী শনিবার বিকেলে সিঙ্গুরের দলুইগাছা হোটেল ধার থেকে সিঙ্গুর স্টেশন পর্যন্ত মিছিল করবেন সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য ও ব্লক সভাপতি বেচারাম মান্না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!