এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > আর ডোনাল্ড ট্রাম্প নন, এবার বাবাকে চাপিয়ে গেলেন পুত্র এরিক ট্রাম্প, হাসির রোল নেট দুনিয়ায়

আর ডোনাল্ড ট্রাম্প নন, এবার বাবাকে চাপিয়ে গেলেন পুত্র এরিক ট্রাম্প, হাসির রোল নেট দুনিয়ায়


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত কয়েকদিন ধরেই সারা বিশ্বের নজর টিকেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর। হাড্ডাহাড্ডি নির্বাচনে ইতিমধ্যেই সেখানে জয়-পরাজয়ের চিত্রটি স্পষ্ট হয়ে গিয়েছে। আমেরিকার প্রেসিডেন্টের পদের পরবর্তী দাবিদার রেকর্ডসংখ্যক ভোটে জিতে সামনে এসেছেন। বিজয়ী হয়েছেন জো বাইডেন। কিন্তু এখনো পর্যন্ত নিজের হার স্বীকার করেননি ডোনাল্ড ট্রাম্প। এবং মার্কিন প্রদেশে নির্বাচনে গরমিলের অভিযোগ তুলে ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে সেদেশের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলেই ইতিমধ্যেই জানিয়েছেন।

অন্যদিকে বিশ্বজুড়ে ইতিমধ্যেই শুরু হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে হাস্যকর কটাক্ষ। গদি না ছাড়ার কারণে তিনি মানুষের হাসির পাত্র হয়ে উঠছেন। তবে এবার ডোনাল্ড ট্রাম্প নন, নেটদুনিয়ায় হাসি ছড়িয়ে পরলো ডোনাল্ড ট্রাম্প এর পুত্র এরিক ট্রাম্পের কাণ্ডকারখানায়। সোশ্যাল মিডিয়ায় এদিন ভুল করে একটি টুইট করে এরিক ট্রাম্প। যথারীতি এই ঘটনা নজরে পড়ে নেটিজেনদের। সাথে সাথেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে যায় এরিকের টুইটটি। যদিও পরে নিজের ভুল বুঝতে পেরে এরিক নিজের টুইটটি মুছে ফেলেন। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি।

প্রসঙ্গত, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন শেষ হয়েছে। রেকর্ড ভোট পেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের 46 তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জো বাইডেন। কিন্তু জো বাইডেন জিতলেও এখনো পর্যন্ত হোয়াইট হাউসে পৌঁছাতে পারেননি। এবং তার কারণ ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস থেকে বেরোতেই চাইছেন না। যথারীতি হেরে যাওয়ার পর ট্রাম্পের বিভিন্ন কাণ্ডে তাঁকে নিয়ে একাধিক মিম ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তার মধ্যেই নতুন করে আরও একটি ভুল করলেন ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প। এক সপ্তাহ আগে অর্থাৎ তেসরা নভেম্বর ছিল মার্কিন প্রদেশের ‘ইলেকশন ডেট’।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু গত 10 নভেম্বর স্থানীয় সময় সকাল 7 টা 45 মিনিটে একটা টুইট করেন এরিক। এবং সেটিতে দেখা যায় তিনি মার্কিন আমেরিকার মিনেসোটার সাধারণ মানুষকে উদ্দেশ্য করে টুইটের মাধ্যমে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন। যথারীতি ভোট মিটে যাওয়ার পরেও ভোট দেওয়ার আবেদন ঘিরে শুরু হয়ে যায় নেট জনতার হাস্যমূলক কটাক্ষ। যদিও এরিক পরে ভুল বুঝতে পেরে টুইটি মুছে ফেলে। কিন্তু ততক্ষণে এই পোস্ট ভাইরাল হয়ে যায়।

অন্যদিকে নেটিজেনরা ব্যাপারটি লক্ষ্য করেন। অনেকেই বুঝতে পারেন, পোস্টটি টুইটারে সিডিউল করা ছিল। কোন কারণে তা 3 তারিখের বদলে 10 তারিখে সেট হয়ে যায়। অনেকেই আবার এরিক ট্রাম্পকে নিয়ে মজাদার টুইট করতে থাকেন। সব মিলিয়ে নেটদুনিয়ায় হাসির রোল ওঠে। তবে এটা স্পষ্ট এরিক ট্রাম্প হয়তো ইচ্ছা করে এই টুইট করেননি। যথারীতি বাবার দায়ভার বইতে হচ্ছে ছেলেকে। আর বাবা ডোনাল্ড ট্রাম্প যেভাবে হাসির পাত্র হয়ে উঠেছেন আজ বিশ্বদরবারে, ঠিক সেভাবেই তাঁর ছেলেও সামান্য ভুলের জন্য নেটদুনিয়ায় মজার পাত্র হয়ে উঠলেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!