এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > তুফানগঞ্জ দখলে কমিটি বিজেপির, চাপে তৃণমূল!

তুফানগঞ্জ দখলে কমিটি বিজেপির, চাপে তৃণমূল!

2021 এর বিধানসভা নির্বাচনে নামবার আগে বিজেপি এখন পৌরসভা ভোটে দাগ কাটতে চাইছে। অন্যান্য পৌরসভাগুলোর মত বিজেপির কাছে এখন টার্গেট, কুচবিহারের তুফানগঞ্জ পৌরসভা। ইতিমধ্যেই তুফানগঞ্জে একটি নির্বাচনী কমিটি গঠন করেছে বিজেপি। যে কমিটির মধ্যে দিয়ে ভোটের রণকৌশল কী হবে, কিভাবে তৃণমূলকে বিপাকে ফেলা যাবে, তার ব্লুপ্রিন্ট সাজাতে শুরু করেছে গেরুয়া শিবির। প্রসঙ্গত, 12 আসন বিশিষ্ট তুফানগঞ্জ পৌরসভা বর্তমানে তৃণমূলের দখলে রয়েছে।

তৃণমূল চেষ্টা করছে, নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিজেপির বিপক্ষে জনমত এককাট্টা করতে। তবে তৃণমূলের এই অস্ত্র যাতে ভোঁতা হয়ে যায়, তার জন্য বিজেপি এখন বাড়ি বাড়ি গিয়ে এই আইনের স্বপক্ষে প্রচার করবে বলে ঠিক করেছে। আর কোচবিহার লোকসভা কেন্দ্রে বিজেপি দখল করার পর, এখন তুফানগঞ্জ পৌরসভাও যদি বিজেপি দখল করে নেয়, তাহলে তৃণমূল বিধানসভা নির্বাচনের আগে কোচবিহারে কার্যত অপ্রাসঙ্গিক হয়ে যাবে বলেই মত রাজনৈতিক মহলের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে তুফানগঞ্জ শহর মন্ডল বিজেপির সভাপতি রিপন পাল বলেন, “আমরা তুফানগঞ্জ পৌরসভার আরও তিন থেকে চারটি ওয়ার্ড বাড়ানোর চিন্তা ভাবনা নিয়েছি। বর্তমানে পৌরসভা এলাকায় কলেজ পর্যন্ত রয়েছে। সেখান থেকে পালিয়ে কালীবাড়ি পর্যন্ত করার পরিকল্পনা করেছি। দুদিন আগেই আমাদের নতুন শহর মন্ডল কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়গুলো আমরা পৌরভোটে জনগণের কাছে তুলে ধরার জন্য প্রচার চালাচ্ছি।”

এদিকে এই ব্যাপারে তুফানগঞ্জের বর্তমান তৃণমূল পরিচালিত পৌরসভা কি কি দুর্নীতি করেছে, তা খুঁজে বের করে জনসম্মুখে তুলে ধরা হবে বলে জানিয়েছেন কোচবিহার জেলা বিজেপির সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী। তবে বিজেপি এই হুঁশিয়ারি দিলেও, তৃণমূল তাতে গুরুত্ব দিতে নারাজ। এদিন এই প্রসঙ্গে তুফানগঞ্জ টাউন ব্লক কমিটির আহ্বায়ক তৃণমূলের শিবপদ পাল বলেন, “আমরা ক্ষমতায় এসে পৌরসভায় অনেক উন্নয়ন করেছি। ভোটাররা তা নিজেদের চোখে দেখছেন। পৌরভোটের আগে আমরা এই উন্নয়নের দিকগুলো তুলে ধরে প্রচার করব।” সব মিলিয়ে এখন গোটা পরিস্থিতি কোনদিকে গড়ায়, তুফানগঞ্জ শেষ পর্যন্ত কার দখলে যায়, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!